টপিকঃ প্রজন্মের বন্ধুদের মিলন মেলা - জরুরি কিছু বিষয়
আমাদের ছোট্ট অনাড়ম্বর গেট-টুগেদার প্রোগামটিকে আরও জমকালো করার জন্য কিছু আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে!
১. ভিডিও/ অডিও কনফারেন্স
২. গান/বাজনা
৩. ফটোসেশন/ ভিডিও রেকর্ডিং
এজন্য চাই দুইটি ল্যাপটপ, দুইটি এইজ মডেম, ওয়েব ক্যাম, ভিডিও ক্যাম, ডিজিটাল ক্যামেরা, বাদ্যযন্ত্র ইত্যাদি! যদি কেউ এই জিনিসগুলোর কোনটা আনতে পারেন তাহলে এই পোস্টে রিপ্লাই করেন!
এছাড়া কেউ গান গাইতে, বা কবিতা আবৃত্তি করতে আগ্রহী থাকলেও এই পোস্টে রিপ্লাই করেন!
আপনাদের মতামত/ পরামর্শ প্রোগ্রামটিকে আরও সুন্দর করতে সাহায্য করবে!
অনুষ্ঠানের একটা বড় খরচ বহন করছে আমাদের কিছু শুভাকাঙ্খী বন্ধুবরেষু। কিন্তু তারপরেও কিছু টাকার কমতি থেকে যাচ্ছে। একারনেই সদস্যদের অনুরোধ জানানো যাচ্ছে যেন তারা সকলেই কিছু না কিছু খরচের ভার নেয়। নিজেদের খরচের মাথাপিছু ১০০ টাকা করে চাঁদা দিলে আশা করি অনুষ্ঠানটি সুন্দর ভাবে আয়োজন করা যাবে।
অনুষ্ঠানে অংশগ্রহনে আগ্রহীরা এই টপিকে ১৭ জুলাই এর আগেই রিপ্লাই করুন। এক বা একাধিক অতিথিকে চাইলে সাথে আনতে পারবেন তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় খরচ বহন করতে হবে ।
রক্তের গ্রুপ: B(-)