টপিকঃ বাল্যপ্রেম সে ভোলা যায় না...............
আজ মনের দরজা দিয়ে উকি দিতে গিয়ে নষ্টালজিয়ায় পরে গেলাম। বাল্যপ্রেম অদ্ভুত জিনিস ভোলা যায় না। প্রথম প্রেম যত ভাললাগুক না কেন বাল্যপ্রেমের একটা আলাদা মান আছে। আমি বাল্য প্রেমে পড়েছিলাম ৯১/৯২ সালে। মেয়াদ ছিল ২ বছর তার বাবার বদলির কারনে ভালবাসা আমার হারিয়ে যায়। কত দ্রুত সময় চলে যায়.........
কত কথা বলার ছিল। রোবট আর পইরীর গল্প............ এই লেখা সেই ভালবাসাকে উদ্দেশ্য করেই লেখা। খেলতাম একসাথে। সে পুতুল খেলত আমি দেখাতাম। মনে হত একজন গৃহিনী বাসা সাজাচ্ছে আর ছোট ছোট পুতুল গুলো তার ছেলে মেয়ে। কি সুন্দর করে ছোট ছোট থালা বাটি দিয়ে খাবার বানাত আমি তার মেহমান সে খাবার আমাকে খেতে হবে। আমি খাব না ...ইটের গুরা কে খেতে চায় বলুন্.........? তার হাত আমি কখনো ধরে দেখিনি, লজ্জা লাগত সেও ধরতে বলেনি কোনদিন।
একসাথে স্কুলে যেতাম, আসতাম। সে শোনাতো রোবটের গল্প।
আজ আর লেখব না খারাপ লাগছে.........