Re: ফোরাম সাময়িক বন্ধ সংক্রান্ত ঘোষণা
নতুন ফীচারের মধ্যে সমস্ত টপিক এবং পোস্ট দেখানোর ব্যাপারটা সুন্দর হয়েছে।
আব্দার পূরণের জন্য ধন্যবাদ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » ফোরাম সাময়িক বন্ধ সংক্রান্ত ঘোষণা
নতুন ফীচারের মধ্যে সমস্ত টপিক এবং পোস্ট দেখানোর ব্যাপারটা সুন্দর হয়েছে।
আব্দার পূরণের জন্য ধন্যবাদ।
আমি আপনার উপর মহা ক্ষাপ্পা কোডার!!! ফোরাম আপডেট করার ২৪ ঘন্টা আগে এই মেইলটা করতে পারতেন না। :'( যত্তসব!!! গতকাল সারাদিন ঘুমায়-টুমায় রাত ৯টার দিকে পিসিতে বসে দেখি ফোরাম নাই! ~:(
....
নতুন কিছু হজম করতে আমার একটু বেশি সময় লাগে.. তাই আপাতত মন্তব্য নাই করলাম!
এটা ঠিক কোন ভার্শন? ১,৩,২ নাকি আরো পুরণো?
ডেটাবেইজের কিছু অংশ মনে হচ্ছে করাপ্টেড হয়ে গেছে
পোস্টের নীচে "fast reply" লিংকটার শিরোনাম "উক্তি যুক্ত করুন"-এর বদলে "দ্রুত উত্তর দিন" করলে নতুন ব্যবহারকারীদের সুবিধা হবে।
অক্সিজেন থীমটা তো সুন্দর এবং পরিষ্কার লাগছে - এটাই কি ফোরামের অফিশিয়াল থীম হতে যাচ্ছে?
দূঃখিতঃ আগের পোস্টটা এডিট করতে পারছিনা।
নতুন ফীচারের মধ্যে সমস্ত টপিক এবং পোস্ট দেখানোর ব্যাপারটা সুন্দর হয়েছে।
![]()
আব্দার পূরণের জন্য ধন্যবাদ।
এইটা পানবিবি ১.৩ এর ডিফল্ট সুবিধা
এটা ঠিক কোন ভার্শন? ১,৩,২ নাকি আরো পুরণো?
ডেটাবেইজের কিছু অংশ মনে হচ্ছে করাপ্টেড হয়ে গেছে
পুরানো ফোরামটি সচল আছে (http://projanmo.com/forum_old/) ঠিকানায়! কেউ যদি মনে করেন যে আপনার কোন গোপন বার্তা বা অন্য কিছু দরকার তাহলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন।
বাই দ্যা ওয়ে!
পানবিবি'র ১.৩ এর ল্যাঙ্গুয়েজ প্যাকটা বাংলা করেছে ফোরামের তারেক হাসান! তাকে ধন্যবাদ।আমি কিছু কিছু শব্দ সংশোধণ করার চেষ্টা করছি! শেষ হলে সংশোধিত সংস্করণ রিলিজ দেয়া হবে।
ধন্যবাদ তারেক ভাইকে। আশা করি বাংলা ভার্শনটি পানবিবির অফিশিয়াল সাইটের ল্যাঙ্গুয়েজ সেক্সনে শেয়ার করবেন।
হাঙ্গরিকোডার লিখেছেন:বাই দ্যা ওয়ে!
পানবিবি'র ১.৩ এর ল্যাঙ্গুয়েজ প্যাকটা বাংলা করেছে ফোরামের তারেক হাসান! তাকে ধন্যবাদ।আমি কিছু কিছু শব্দ সংশোধণ করার চেষ্টা করছি! শেষ হলে সংশোধিত সংস্করণ রিলিজ দেয়া হবে।
ধন্যবাদ তারেক ভাইকে। আশা করি বাংলা ভার্শনটি পানবিবির অফিশিয়াল সাইটের ল্যাঙ্গুয়েজ সেক্সনে শেয়ার করবেন।
আমি কত কষ্ট করে বাংলা করলাম অফিসিয়াল সাইটে দেওয়ার জন্যে। আমার কিছু ভুলের কারনে আগে করেও অফিসিয়াল সাইটে জমা দিতে পারিনি। আমার পরে করেও ত্রিভুজ ভাই জমা দিয়ে দিসে (
থীম টা বেশ লাগছে! ভালৈ মনে হচ্ছে। আশা করছি দ্রুত সব সুবিধা গুলি ফেরত পাবো। হাঙ্গরি কোডার এবং সম্পৃক্ত অন্যান্য সকল কে অশেষ ধন্যবাদ।
আমি কত কষ্ট করে বাংলা করলাম অফিসিয়াল সাইটে দেওয়ার জন্যে। আমার কিছু ভুলের কারনে আগে করেও অফিসিয়াল সাইটে জমা দিতে পারিনি। আমার পরে করেও ত্রিভুজ ভাই জমা দিয়ে দিসে
(
বাংলাদেশি কালচারে এরকম হয়। এক কাজ ৪/৫ জন করে। কেউ কাউকে বলে না। পরে একজনের শেষ হবার পর বাকিরা চুপচাপ বন্ধ করে দেয়। পুরো পন্ডশ্রম। অথচ প্রথমে "আমি এই কাজটি করতে চাই, কেউ কি করছেন?" এরকম একটা কথা বললে আর কোন সমস্যা থাকে না।
এই সমস্যার সমাধান কি? আবার ইংরেজী কোন অক্ষর দিলে পোষ্ট হয়ে যায়।
আচ্ছা এমন কোন সুবিধা দেয়া যায় কি..?.......যেমন কোন ছবি যদি আপলোড করি সে ছবি যত বড়ই হোক আর যে ফরমেরটেই হোক ফোরামে আপলোড করার সাথে সাথে সেটা ফোরামের নিদ্দিষ্ট ফরমেটে নিদ্দিষ্ট সাইজে অটোমেটিক আপলোড হয়ে যাবে । (ঠিক যে সাইজ ও ফরমেট ফোরাম চায়)
(যদি প্রোফাইলের ছবি হয় তাহলে তার জন্য একটা সাইজ আর ফোকাস ও অন্যান্ন বিভাগের জন্য একটা স্টান্ডার্ড সাইজ)
তাহলে মনেহয় সবার ছবি পাঠাতে বেশ সুবিধা হবে............:)
নতুনদেরও সুবিধা হবে।
ফোরামকে অক্সিজেন বানাই কিছুদিন ইউজ করছিলাম। এটার স্টাহলটা ভালো.।
ধন্যবাদ কোডার। (আরে , ইমোটিকে তালিদেয়া পাবলিকটা গেল কই
??b-()
আচ্ছা এমন কোন সুবিধা দেয়া যায় কি..?.......যেমন কোন ছবি যদি আপলোড করি সে ছবি যত বড়ই হোক আর যে ফরমেরটেই হোক ফোরামে আপলোড করার সাথে সাথে সেটা ফোরামের নিদ্দিষ্ট ফরমেটে নিদ্দিষ্ট সাইজে অটোমেটিক আপলোড হয়ে যাবে । (ঠিক যে সাইজ ও ফরমেট ফোরাম চায়)
এটা করা যায়। একটা মড আছে। আশা করছি কোডার ভাই ভেবে দেখবেন।
ফোরামের নতুন রুপ দেখে ভালো লাগছে। কিন্তু কিছু কিছু সমস্যা হচ্ছে, নতুন টপিক খুলতে গেলেও সমস্যা হচ্ছে।
সেমিস্টার পরিক্ষার জন্য আজকে অনেকদিন পরে ফোরামে আসলাম।
একি ফোরাম দেখি পুরোপুরি চেঞ্জ।
যাইহোক ফোরামের নতুন ইন্টারফেসটা বেশ ভালই হয়েছে, সেই সাথে নতুন ফিচারগুলোতো আরো দারুন। যদিও এখনো ভালভাবে দেখে উঠতে পারিনি। দেখি...
পোস্ট করার নির্দিষ্ট সময় পর্যন্ত পোস্ট সম্পাদনা করার ফিচারটি আজকে সচল করা হল। এই জন্য কোন এক্সটেনশন না থাকায় নতুন ফোরামে সম্পাদনা (এডিটিং) ফিচারটি পুরোপুরিই বন্ধ ছিল। আজকে থেকে পোস্ট করার পর ১২ ঘন্টা পর্যন্ত পোস্টটি সম্পাদনা করা যাবে।
ধন্যবাদ।
"Forum jump" option নাই
"Forum jump" option নাই
সাব ফোরাম এক্সটেনশন ব্যবহার করার পর জাম্প ফোরামে লিস্টের সিরিয়াল একটু উল্টা পাল্টা দেখাচ্ছে! সেজন্যই সেটাকে অফ রেখেছি ঠিক না হওয়া পর্যন্ত।
পোস্ট করার নির্দিষ্ট সময় পর্যন্ত পোস্ট সম্পাদনা করার ফিচারটি আজকে সচল করা হল। এই জন্য কোন এক্সটেনশন না থাকায় নতুন ফোরামে সম্পাদনা (এডিটিং) ফিচারটি পুরোপুরিই বন্ধ ছিল। আজকে থেকে পোস্ট করার পর ১২ ঘন্টা পর্যন্ত পোস্টটি সম্পাদনা করা যাবে।
ধন্যবাদ।
এটা বন্ধ থাকবে কেন? এটা তো একটা বিল্টইন ফিচার
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » ফোরাম সাময়িক বন্ধ সংক্রান্ত ঘোষণা
০.০৮৭০৮৩১০১২৭২৫৮৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.০৯৩৭৪২৮৪৬৭৩৯ টি কোয়েরী চলেছে