Re: জোটে যদি একটি পয়সা
লেখার দৈর্ঘটা বেশ স্বাস্থ্যবান হলেও একটানে পড়ে ফেলতে এবং তারপর একটা বিচিত্র অনুভুতি হতে কোন সমস্যাই হল না ....(y)
৩ ২০-০৪-২০০৮ ০২:০৫ সর্বশেষ সম্পাদনা করেছেন আলোকিত (২০-০৪-২০০৮ ০২:০৬)
Re: জোটে যদি একটি পয়সা
দারুণ!
আমিও একটানে পড়ে ফেললাম
কিন্তু আশা করেছিলাম শেষের দিকে একটা এন্ডিং থাকবে অর্থাৎ কেউ মরবে/বাঁচবে বা কারও বিবাহ হবে। সেরকম কিছু হইলো না
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ক্ষ ড় ঢ় য়
ৎ ং ঃ ঁ
Re: জোটে যদি একটি পয়সা
Re: জোটে যদি একটি পয়সা
ভালো লেখনী।
কিন্তু শেষ পর্যন্ত আবার চাকরীর আবর্তে। আমার ভালো লাগেনা এই আবর্তে ঘুরতে
আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।
Re: জোটে যদি একটি পয়সা
বাহ্! বেশ লিখেছেন রুমন। লেখাটিতে বেশ ফ্লো আছে-আমিও একটানেই পড়ে ফেললাম। বেকার জীবনের ইতি অনেকেরই আরাধ্য স্বপ্ন! আপনি সে দিক দিয়ে ভাগ্যবানই বলতে হবে। অবশ্য যোগ্যতারও যোগ ছিল নি:সন্দেহে-এটা বলাবাহুল্য।
Re: জোটে যদি একটি পয়সা
গুরুজি তোমায় সালাম। লেখাটা অসাধারণ লিখেছেন। আপনাকে জানাই আমার আন্তরিক সন্মান। লিখাটা পড়ে খুব ই ভাল লাগছে। আর শেষের দিকে এসে আবেগ্লাপ্লুত হয়ে গিয়েছি।
Re: জোটে যদি একটি পয়সা
এত বড় লেখা কেমনে লিখিস। আমি 'বিগ ব্যাং' আর 'ব্ল্যাক হোল' নিয়া দুইটা লেখা লিখতে যেয়ে ডান হাত ব্যাথা হয়ে গেসে।
যাই হোক, খুব ভাল লাগসে পড়তে।
অই আমরা সিলেটের মেসে থাকতে কি কি করতাম, সেগুলাও লেখ। হাহাহাহা।
কোল বালিশের কাহিনী যেন মিস না হয়। =))
আগেই হাইসস্যা নিলাম। =))
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।
Re: জোটে যদি একটি পয়সা
সবাইকে আবারো ধন্যবাদ।
অচেনা পথিক হল এই ঘটনার "আরিফ"।:-#
@রসি ভাইঃ ফোরামে লেখার প্রশ্নই আসে না। হেহেহে।;D তবে, ব্লগে কোনোসময় হয়ত লিখবো।
Re: জোটে যদি একটি পয়সা
১টা টাকা সাথে নিয়ে হেটেছি কতদূর
চিন্তাগুলি ঝেড়ে ফেলে মন করে ফুর ফুর
১টা টাকায় খাবার কি হয়? কেনা কি যায় ফুল?
নিজের পায়েই চড়ে বেড়াই, আছড়াই না চুল!
কখনও বা ঘরকুনো হই, কভু ভবঘুরে
ছন্নছাড়া জীবন কাটাই, ঘুম যাই দুপুরে
এই তো জীবন ভালোই টাকার মূল্য খুজি না
কিন্তু কেন থাকে না ক্ষণ, আজও বুঝি না!
এমন লেখা খুজে বেড়াই, পড়িও একটানে
কেমন যে এক অনুভূতি বুঝাবো কেমনে
এমন করে লিখতে আমি পারব না কখনও
পড়তে পারি এটাই বেশি, ভাবি তা এখনও!!
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)
১২ ২১-০৪-২০০৮ ১২:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন রুমন (২১-০৪-২০০৮ ১২:৩৬)
Re: জোটে যদি একটি পয়সা
Re: জোটে যদি একটি পয়সা
স্বাধীন পেশা আরও বেশি পরাধীন। ক্লায়েন্টের ধমক আর আবদার মেটাতে মেটাতে জান কাহিল। জীবনে আবর্তন থাকবেই। সেখানে নিজেকে খাপ খাইয়ে নেয়াটাই গুরুত্বপূর্ণ।
Re: জোটে যদি একটি পয়সা
Re: জোটে যদি একটি পয়সা
Re: জোটে যদি একটি পয়সা
Re: জোটে যদি একটি পয়সা
একটানে লেখাটা পড়ে ফেললাম। পোস্ট পড়ালেখা জীবন অভিজ্ঞতার চমৎকার একটা উপস্থাপনা দিলেন। পুরা একটা সলিড ফিল পাইলাম।
এখনো এইরকম মিস করার সুযোগ আসে নাই। আসলে প্রেক্টিক্যালি ফিল লওয়া যাইব। অনেক ধন্যবাদ।
Re: জোটে যদি একটি পয়সা
ভাল লাগলো.....