টপিকঃ মোবাইলের জন্য Audio Player
যারা জাভা ফোন ব্যবহার করেন এবং যারা জাভা ফোনের বিল্টইন বোরিং প্লেয়ার ব্যবহার করতে করতে বোর হয়ে গেছেন, তাদের জন্য একটি আদর্শ অডিও প্লেয়ার "KD Player"। এর লুক যে কোন সাইম্বিয়ান সফটওয়ারের মতোই। আপনার সাধারন মানের জাভা ফোন কে একটি আকর্শনীয় মিউজিক(SE walkman) ফোনের রুপ দিন এই সফটওয়ার দিয়ে। এতে "Visualization" ও সাপোর্ট করে, আর দেরি না করেই আপনার ফোন কে SE walkman এর রুপ দিন। WMP 11, Walkman 2.0-3.0, iPod, ইত্যাদি স্ক্রীনের জন্য এখানে যান।
সম্পুর্ন ফ্রি এই সফট, জাভা(MIDP 2.0 / JSR-75 / JSR-135) সাপোর্টেড যে কোন ফোন এ কাজ করে।
Whats New On V0.9.6:
1. Support for ID3 tags;
2. Change application interface via skin;
3. The definition of bit rate;
4. Creating, editing of M3U playlists;
5. Display Album Art (album covers) during playback (load can be carried out from ID3v2 tags or from the file "Folder.jpg, Cover.jpg" lying in a folder with music);
6. Visualization;
7. The presence of a musical library, with the possibility of creating and modifying playlists;
8. Ability to specify folders to be scanned for the presence of music files (support sub);
9. The ability to work in the background (on phones Sony Ericsson, Nokia S60, UIQ3)
যে কোন মোবাইলের জন্যঃ ডাউনলোড(স্ক্রীনশট+সাপোর্টেড হ্যান্ডসেট লিষ্ট+.....)(1,044 KB)
২৪০*৩২০ স্ক্রিনের মোবাইলের জন্যঃ ডাউনলোড(144kb)
২০৮*২০৮ স্ক্রিনের মোবাইলের জন্যঃ ডাউনলোড(136kb)