টপিকঃ ১০০০তম পোস্টের মিষ্টি
অনেক লোকের বিরক্তি উৎপাদন করে এই পোস্টের মাধ্যমে, পোস্ট সংখ্যা ৪অংক ছুঁলো। তবে কোন কিছুরই পরিবর্তন হবে না। মডু মডু-ই থাকবে। যা হোক, এতগুলো পোস্ট করে আসার পথে অ-নে-ক অ-নে-ক ফালতু পোস্ট আছে... কিন্তু পোস্ট করার ঐ মুহুর্তে সেগুলো যথেষ্ট অর্থবহ ছিল বলেই বিশ্বাস করতাম। ফোরামের ফাঁকা মাঠ .... ... জমানোর জন্য অনেক আগডুম-বাগডুম মার্কা কথাবার্তাও লিখতে হয়েছে। যা হোক ... সামনে কাজের রাক্ষস হা করে আছে.... ....
সকলকে শুভেচ্ছা।
মিষ্টিমুখ করেন, আমার বাসায় বানানো জিলাপী খান সবাই
ছবিটা থাম্ব আকারে দিলাম। যদিও এতে তেমন জমল না ব্যাপারটা। বড় সাইজের জন্য, বেশি গতির নেট আবশ্যক।