টপিকঃ শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম
আজ থেকে ঠিক ১ বছর আগে এ টপিকটি তৈরি হয়েছিল। অতএব, আরও একটি বছর পার করল প্রজন্ম ফোরাম। দেখতে দেখতেই ২য় বছর শেষে ৩য় বছরে পদার্পণ প্রজন্মের।
প্রজন্ম ফোরামের জন্মদিন উপলক্ষ্যে ফোরামের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, আর চলার পথে সাথী হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
প্রথম বছর থেকে ২য় বছরের বেশ কিছু পার্থক্য রয়েছে। এ বছরই আমরা পেয়েছি প্রচুর নতুন ও নিয়মিত সদস্য। আমরা আয়োজন করেছি প্রজন্মের সবচেয়ে বড় আড্ডা। এ বছরই আমাদের লেখালেখি'র পরিমান লক্ষ অতিক্রম করার দ্বারপ্রান্তে।
প্রজন্ম ফোরামকে জন্মপ্রিয় করতে ৩য় বছরে বেশ কিছু পরিকল্পনা রয়েছে। সকলের সহযোগিতা পেলে নিশ্চয়ই আমরা এগুলোর বাস্তবায়ন করতে পারব এবং প্রজন্মকে একটি সুস্থ ও বলিষ্ঠ মত প্রকাশের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।
প্রজন্মের ২য় জন্মবার্ষিকী উপলক্ষ্যে কিছু পরিকল্পনা থাকলেও সময় ও সুযোগের অভাবে সেগুলো'র বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা সবাই বোধহয় ভুলেও গেছিলাম যে আজ প্রজন্মের জন্ম বার্ষিকী। সেজন্য দুঃখ প্রকাশ করছি।