টপিকঃ ওয়ারিদ!

এইমাত্র ওয়ারিদের বিজ্ঞাপন দেখলাম আর দেখে যা বুঝলাম তাতে আমার মনে হচ্ছে এরা এমন কিছু নিয়ে আসেনি যার কারনে মানুষ উম্মাদ হয়ে এদের সংযোগ  কিনবে। এদের কলরেট আহামরি সাশ্রয়ি নয়। তারপেরও দেখি পরবর্তিতে কি নিয়ে আসে।

Re: ওয়ারিদ!

আহামরি কিছু না হলেও মোটামোটি ভালোই করেছে।
নতুন কোম্পানী হিসাবে ওদের অফার ভালোই
আর রেট একটু কমালেই সব কোম্পানীর মাথায় হাত উঠে যাবে smile

Re: ওয়ারিদ!

সেরকম আশঅ ব্যাঞ্জক কিছু পেলাম না নতুন অফারে। তাই পুরোনো গ্রামীণে রয়ে গেলাম।

Re: ওয়ারিদ!

আরে কি ভীড় রে বাবা। এতো ভীড় একটা সিম কিনতে হয় নাকি?)+D

Re: ওয়ারিদ!

হুম ঠিকই বলেছেন। তবে আমি বেশি টাকা দিতে ইচ্ছুক যদি একেবারেই লাইন পাই যেটা অন্যমোবাইলগুলো আশা করাও পাপ। এমনকি গ্রামীণফোনেও:-@।

Re: ওয়ারিদ!

আশা করি ওয়ারিদ এর লাইন অনেক ভালো হবে।
এখন তো রাতের বেলা গ্রামীণফোন আর বাংলালিংক এর লাইন পাওয়াই যায় না:-@

Re: ওয়ারিদ!

১৫০০ টাকার পোস্ট পেইড সিম মোটেই চলবে না। অবশ্য বাঙালী হুজুগে জাতি। নতুন কিছু পেলে অন্ততঃ পোসপাস দেখানোর জন্য হলেও কিনবে।

আর ওয়ারিদের সম্পর্কে যে গুজব শুনেছিলাম .. তারা নাকি নতুন ট্রেন্ড সেট করবে.. ১৫০০০ টাকার মোবাইল নাকি ২০০০ টাকায় সিম সহ দেবে.. কই .. এদের চেয়ে তো গ্রামীন আর সিটিসেল ই ভাল..

আর গ্রামীন সান মাইক্রোসিম্টেমের সোলারিস আর জাভা বেইজড সফ্টওয়ার কিনে নতুন করে সব সিস্টেম রিকনফিগার করছে বলে বোধহয় লাইন পাওয়া যায় না।

আমিও সেই গ্রামীনেই থেকে গেলাম রে ভাই...

Only when the last tree has died and the last river has been poisoned and the last fish has been caught will we realize that we cannot eat money.

Re: ওয়ারিদ!

কলরেট নিয়ে কারো কাছে বেশি কিছু আর আশা করি না। কারণ বর্তমান কলরেট নিয়ে এখন আমি সন্তুষ্ট। এখন যেটা চাই সেটা হল ভাল ডাটা সার্ভিস। গ্রামীন বর্তমানে EDGE সার্ভিস দিচ্ছে। EDGE  এর সর্বোচ্চ স্পীড 48KB। কিন্তু আমার জানা মতে গ্রামীনফোন বর্তমানে সর্বোচ্চ 5KB স্পীড দিচ্ছে। যা নিতান্তই কম। তাই ওয়ারিদের কাছে এখন আমাদের আশা সাশ্রয়ী মূল্যে ভাল স্পীডের ডাটা সার্ভিস।

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: ওয়ারিদ!

১০

Re: ওয়ারিদ!