টপিকঃ ভেবেছিলাম শিরোপা জিতবো
প্রথম ইনিংস শেষ হবার পরে বাসায় চলে আসবো ভেবেছিলাম। কিন্তু সাথিরা আসতে দিলো না। তাই অগত্য থাকলাম স্টেডিয়ামে। এরপরে সবকিছূ যেন স্বপ্নের মত। ৬ রান করতেই শ্রীলংকার ৫ উইকেট নেই। এসময় জয়ের আশা করবো এটাইতো স্বাভাবিক। হোকনা মাত্র ১৫৩ রানের লক্ষ্য।
কিন্তু কথা আছে "শেষ ভালো যার সব ভালো তার।"
পরাজয় নিয়ে বাসায় ফিরতে হলো। এখন অনেক কিছু মনে হয়।
ইস যদি ক্যাচগুলো মিস না করতো!
আরেক জন বলার যদি ২/১ টা ওভার বল করতো!!
বাংলাদেশের ইনিংসের রান আরেকটু বেশী হতো!!! ইত্যাদি ইত্যাদি
তার পরেও বলবো ভাল খেলেছে বাংলাদেশ। সামনে আরো ভাল খেলবে। এটাই প্রত্যাশা।
রয়েল টেকনোলজি | সমকাল দর্পণ | আমার ফেসবুক প্র্রোফাইল | আমার ফেসবুক পেজ | আমার গুগল+