টপিকঃ মূল্য কত?
আমি একটি নোকিয়া E61i ফোন সেট কিনতে চাই। একানে মূল্য প্রায় ৭২৫ লিরা যা প্রায় ৫৩৭ ডলার। বাংলাদেশ হতে কিনলে কত দাম পড়তে পারে যদি কেউ বলতেন তবে খুব ভালো হতো।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » মূল্য কত?
আমি একটি নোকিয়া E61i ফোন সেট কিনতে চাই। একানে মূল্য প্রায় ৭২৫ লিরা যা প্রায় ৫৩৭ ডলার। বাংলাদেশ হতে কিনলে কত দাম পড়তে পারে যদি কেউ বলতেন তবে খুব ভালো হতো।
দাম জানানো মুশকিল। তবে কম হওয়ার কোন কারণতো দেখছি না। দেখি বাজারে গেলে মনে করে জানার চেষ্টা করব।
এখানে ১০০ লিরায় (৫০০০ টাকা) ১৮ লিরা(৯০০ টাকা) ট্যাক্স নেয়। বাংলাদেশে ইলেক্ট্রনিক্স এ ট্যাক্স কত?
অনেক ভেবে নোকিয়া E61i ফোন সেট কিনার সিদ্ধান্ত বাতিল করেছি। মনস্থির করেছি নোকিয়া E৫০ কিনবো। যার দাম এখানে প্রায় ৩৯০ ডলার। যদি বাংলাদেশে দাম কম হয় তবে বাংলাদেশ হতে কিনবো (এবছর গরমে দেশে যাবো)। যদিও সেটটি দেখতে একটু বিদঘুটে তথাপি দাম এবং অন্যান্য বিষয় বিবেচনায় আমার পছন্দ।
কেউ কে বলতে পারবে- বাংলায় এর দাম কত হবে?
আহারে বেচারা সবুজ--(--( সুমন এইটা দেখানো বন্ধ কর আমার কান্না পাইতাছে আর ভয় লাগতাছে আমার কপালে যদি এমন একটা জোটে তাইলে খবর আছে--(--(
:-@;q
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » মূল্য কত?
০.০৫৫৯৭৫৯১৪০০১৪৬৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৯.৬৬১২২১৪৩২৮৩১ টি কোয়েরী চলেছে