টপিকঃ শেখ হাসিনা দেশে ফিরেছেন
অবশেষে আজ শেখ হাসিনা দেশে ফিরেছেন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » সংবাদ বিশ্লেষন » শেখ হাসিনা দেশে ফিরেছেন
অবশেষে আজ শেখ হাসিনা দেশে ফিরেছেন।
আউল ভাই,
সংবাদ বিশ্লেষণটা এরকম নয়। কোন সংবাদের সূত্র ধরে আলোচনা। যেমন:
সূত্র: পত্রিকা বা উৎসের নাম (তারিখসহ)
"শেখ হাসিনা দেশে ফিরেছেন...............................
................................................................"
এরপর এখানে আপনার মতামত বা বক্তব্য শুরু করুন। তাতে বুঝতে সুবিধা হবে। কি বলেন সবাই?
অবশ্যই, তবে আমি সংবাদের সূত্রটি পেয়েছিলাম প্রজন্ম ফোরামে "বিডিনিউজ সংবাদ শিরোনাম" এ
হাঙ্গরিকোডারের সাথে একমত ... ...
সংবাদ কিংবা এর তথ্যসূত্র দিয়ে ... সেটার উপরে পোস্টকারীর বক্তব্য/মতামত/বিশ্লেষন ইত্যাদি দেয়া উচিৎ। শুধু সংবাদ দেয়ার কোন মানে নেই...... সংবাদ দেয়ার জন্য তো নির্দিষ্ট সংস্থা আছেই......।
অবশেষে আজ শেখ হাসিনা দেশে ফিরেছেন।
ভদ্রভাষায় বললে, ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে....
অভদ্র ভাবে বললে, দেশের মালিকানার দাবীদার এসেছেন। বেল পাকলে কাকের কী? ..... সেই গডমাদার দেশে আসলেই কি আর না আসলেই কি... আমার কিছুই এসে যায় না; আমি সবসময়ই ভুক্তভোগীর দলে।
আসার পর তিনি কি বক্তব্য দেন, সেটাই এখন দেখার বিষয়।
অভদ্র ভাবে বললে ..... সেই গডমাদার দেশে আসলেই কি আর না আসলেই কি... আমার কিছুই এসে যায় না;
শামীম ভাই দেশে এখন জরুরি অবস্থা তাই[-X[-X[-X
তার দেশে ফেরায় শুভেচ্ছা জানিয়েছেন আমাদের আরেক ম্যাডাম=))=))!!! এরচেয়ে হাস্যকর কি হতে পারে? নিজেদের স্বার্থ ক্ষুন্ন হতে চলেছে, তাই হয়তো আবারও একযোগে কাজ করতে হবে। সেই সুযোগ তৈরি করার প্রয়াস।
ওফ!!!~X(
তাইলে কপালে দুঃখ আছে।
এখন ডঃ কামাল সহ শেখ হাসিনা এবং বেগম থালেদা জিয়া দুর্ণীতি দমনে বর্তমান সরকারকে সহযোগীতা করা উচিৎ,
আমি ডঃ কামালের বক্তব্যের সাথে একমত।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » সংবাদ বিশ্লেষন » শেখ হাসিনা দেশে ফিরেছেন
০.০৪৭৯৮১৯৭৭৪৬২৭৬৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৮৬৯৩১৮৮৯০৩৪১ টি কোয়েরী চলেছে