টপিকঃ প্রোফাইলে পরিবর্তন
প্রোফাইলের বার্তা আদান-প্রদান সেকশনের জ্যাবার ফিল্ডটির নাম পরিবর্তন করে মোবাইল দেয়া হয়েছে। কারণ এটি কেউ ব্যবহার করছে না। সেক্ষেত্রে মোবাইল নম্বরটা থাকলে, অফলাইন যোগাযোগের সুযোগও তৈরি হবে। যেমন, আমি আমাদের সদস্য মুশাফ কে ফোন করতে চাচ্ছি তার পরীক্ষা কেমন হচ্ছে জানতে কিন্তু কোন সুযোগ নেই।
যাদের মোবাইল নেই, তারা ল্যান্ড ফোনের নম্বরও দিতে পারবে। আশা করি এটি কাজে আসবে। ধন্যবাদ।