টপিকঃ স্বাগতম
অনেক এলাকার লোক 'স' কে 'হ' বলে (শালা = হালা, সমুন্দি = হমুন্দি ..)।
গত পরশুর আগের দিন সেকিনো-ও জলপ্রপাত রিসর্টে দারুন বেড়ানো হল। ইতিমধ্যে ৩৬০ডিগ্রীর ঘুরিয়ে দেখা ছবি (জোড়াতালি মারা) দিয়েছি। যা হোক, বেড়িয়ে ফেরার পথে আরেক সহযাত্রী বাঙালি ভাইয়ের বাসায় থেমেছিলাম সবাই। এখানকার বাসাগুলোতে টয়লেট আর গোসলখানা সম্পুর্ন আলাদা। টয়লেটে শুধু কমোড থাকে। বেসিন বাইরে।
ওনার টয়লেট ঢোকার মুখে দেখলাম যে ওটার দরজার উপরে সুন্দর ভাবে লেখা স্বাগতম। সাথে সাথে স=হ মনে পড়ল।
(স্বা = হা পড়লাম স্বাগতম শব্দটিতে, আর টয়লেটের দরজায় লেখা আছে বলে শব্দার্থও মিলে গেল)