Re: ভাষা বিষয়ক কচকচি...
তা বুজল না কে??
Re: ভাষা বিষয়ক কচকচি...
আমিতো ঠিকই বুজতে পারছি। ভাষার জন্য ব্যাকরণ, ব্যাকরণের জন্য ভাষা নয়। তাইনা?
Re: ভাষা বিষয়ক কচকচি...
একটা বিষয় লক্ষ্য করে ভীষন খারাপ লাগে। সেটা হল ভুল ভাষা সংক্রান্ত ... কারণ অনেকগুলো:
১. আমরা একটা ভাষাভিত্তিক জাতি। এই দেশের উৎপত্তির অন্যতম একটা ইস্যূ ছিল ভাষা। সেই ভাষাই যখন বিকৃত ভাবে উপস্থাপিত হয় সেটা দেখতে মন খারাপ লাগেই। যেমন অনেক সময় দেয়ালের লিখনে দেখি "জাতিয়" বানান ... মনটা এ্যাত যে খারাপ লাগে। জাতীয় বানানটা এমন -- কিন্তু সেই বানানটারই জাত মেরে দিয়েছে .... পরোক্ষ ভাবে এই প্রিয় ভাষা, যার জন্য এত মানুষ আবেগপ্রবণ হয়েছে, প্রাণ দিয়েছে সেই মানুষগুলোর আবেগ, বিবেচণাকে তুচ্ছ তাচ্ছিল্য ও অবমাননা করা হয় বলেই মনে হয়। জাতিয় বানানটা নিশ্চয়ই আঞ্চলিকতার ধোপে শুদ্ধ হবে না।
২. অপর একটা কারণ হল তাতে নিজের লজ্জা লাগে। ব্যাপারটা এমন, যে, কেউ যদি আমেরিকা কিংবা বৃটেনে গিয়ে দেখে যে কোন একটা এলাকার এরকম একটা পাবলিক প্রকাশনা মাধ্যমে ভাষা, বানান যাচ্ছেতাই ভাবে ভুল ভাবে লেখা (ইংরেজি তো তাদের মাতৃভাষা) ... তাহলে তো ঐ এলাকার লোকদের সম্পর্কে মনে কৌতুক অনুভব করবেনই।
আঞ্চলিকতা আর বানান ভিন্ন ইস্যূ ..... রিকশা সঠিক বানান, অনেক এলাকায় রিশকা বলে (অপভ্রংশ?)... কিন্তু তাই বলে রিকষা লেখা নিশ্চয়ই আঞ্চলিকতার ধোপে টিকবে না।
কোন একজন গণ্যমান্য লোককে বললাম যে, আসেন প্রজন্ম ফোরামে আসেন.... কিন্তু উনি এসে দেখবে সব জায়গায় ভুল বানান.... নব বাংলা ভেবে বিরূপ মনোভাব নিয়ে চলে যেতে পারে কিংবা বলবেন, শামীম আমারে কিসের সন্ধান দিল.... ও নিজেও জানেনা .... .... সত্যি লজ্জা পাই। কোন লোককে যেমন ভুলক্রমে পচা খাবার খেতে দিলে লজ্জায় পড়ে যাই (?) সেরকম লাগে ভুল ভাষা উপস্থাপন করতেও।
৩. শেষ আরেকটা বিষয়ে খুব মন খারাপ লাগে, সেটা হল মানুষ যখন নিজের ভুল স্বীকার করে না, বরং সেটাকেই হালাল করার চেষ্টা করে .... বিনয় বিষয়টা বোধহয় উপদেশ কনিকাতেই থেকে যাবে। আমার বানান, ভাষারীতি ভুল হতেই পারে। সেটা হতে পারে আমার অজ্ঞতার কারণে, কিংবা জানা জিনিস ভুল হতে পারে টাইপিং ভুলের কারণে, তাড়াহুড়ার কারণে (সকলেই যথেষ্ট ব্যস্ত), কিংবা অসতর্কতার কারণে। যে ভুলগুলো অজ্ঞতার কারণে সেগুলো কেউ শুদ্ধ করে দিলে, প্রথমে আরও দুই তিন জায়গা থেকে ক্রস-ভেরিফিকেশন করে নেই .... অবশ্য যিনি শুদ্ধ করে দিলেন, তিনি যদি তেমন নির্ভরযোগ্য লোক হন তাহলে তো বিনা বাক্য ব্যয়ে মেনে নেই। আর জানা জিনিস ভুল করলে, কেউ ধরিয়ে দিলে সেটা সময়মত শুদ্ধ করে দেই। উভয়ক্ষেত্রেই এই লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য কৃতজ্ঞ থাকি ভুল ধরে যে তাঁর প্রতি।
কিন্তু এখানে মাঝে মাঝে দেখি উল্টা ব্যাপার। ভুল ধরে দিলে তাকে উল্টা দোষী বানানো হয়। আমার ভুল পাবলিকলি ধরলেও আমার কোন সমস্যা নাই। আমি জানি আমি কতটুকু জানি, নিজের কাছে আমার সম্মান তাতে ক্ষুন্ন হয় না (অতটা ঠুনকো নয় আমার আত্মসম্মানবোধ)..... বরং সেই ভুলটা ধরিয়ে না দিয়ে সবার চোখের সামনে জ্বলজ্বল করতে থাকতে দিলেই বরং আমি লজ্জা পাই। আমি সবজান্তা নই ... ... আমার ভুল হতেই পারে। কিন্তু সেই ভুল শুদ্ধ করে আমি সামনে এগোতে চাই। ঐ ভুলের মধ্যেই ঘুরপাক খেতে চাই না।
কোন একটা কারণে মন খারাপ। কে জানি বলেছিল - উনি নিরপেক্ষ নন, উনি ন্যায়ের পক্ষে। অতবড় কথা বলার স্পর্ধা আমার নাই... আমি বলব, আমার বিবেচনায় যেটা ঠিক মনে হয় (আমার আদর্শ বা জীবনদর্শনের সাথে কনফ্লিক্ট করে না) আমি সেটার পক্ষেই থাকব। হতে পারে অন্যদের বিবেচনায় সেটা বেঠিক -- তাদের বিবেচনাকে এ্যাতটুকু ছোট না করেই বলতে চাই, না বুঝে আমি একটা জিনিসের পক্ষে বা বিপক্ষে মাথা নাড়তে রাজি নই।
আর সবার কাছে সম্মান হারালেও সবচেয়ে প্রিয়জনের কাছে সম্মান (আত্মসম্মান) হারাতে চাই না। কেউ এই পোস্টে কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।
Re: ভাষা বিষয়ক কচকচি...
শামীম ভাই, সত্যিই খুব ভালো লিখেছেন। অামি প্রথম থেকেই এ ব্যপারটা নিয়ে কথা বলছিলাম। কিন্তু কোন রকম সাড়া তো পাইনি, বরং উল্টো কথা শুনতে হয়েছে। অবশ্যই ভাষা পরিবর্তনশীল। কিন্তু যা একবার মানদন্ডে উঠেছে এবং সর্বজন গৃহীত হয়েছে, তাকে সাদরে গ্রহণ করাই উচিত। তাছাড়া, কথ্য ভাষা অার লেখ্য ভাষা এক জিনিষ নয়। কথা বলার সময় কোন রকম ব্যকরণ ছাড়াই মনোভাব প্রকাশ করা যায়। কিন্তু লিখতে গেলে ব্যকরণ মানা খুবই জরুরী। তা নাহলে ভাব বোঝানো বড়ই মুশকিল।
Re: ভাষা বিষয়ক কচকচি...
Re: ভাষা বিষয়ক কচকচি...
Re: ভাষা বিষয়ক কচকচি...
১৩ ১৭-০৫-২০০৭ ২৩:২৪ সর্বশেষ সম্পাদনা করেছেন বাবু (১৮-০৫-২০০৭ ১৪:১১)
Re: ভাষা বিষয়ক কচকচি...
Re: ভাষা বিষয়ক কচকচি...
বাপ্রে ... .... ফোরামে আগে অনেক সিরিকাস ব্যাপার স্যাপার ভালোচনা হইতো
স্মৃতিচারণমূলক বাম্প
১৮ ২৫-১০-২০১২ ০০:২৫ সর্বশেষ সম্পাদনা করেছেন রণ_এথিক্যাল হ্যাকার (২৫-১০-২০১২ ০০:২৫)
Re: ভাষা বিষয়ক কচকচি...
চমৎকার টপিক।আসলেই প্রজন্মের শুরুর দিকগুলা এখন খুব মিস করি।এখন ফোরামে আমজনতার ভীড়ে কোয়ালিটি কথাবার্তা খুজে পাওয়া মুশকিল।
Re: ভাষা বিষয়ক কচকচি...
ভাই সত্যি আপনার একমত।
বানান ভুল নিয়ে আমার নিজেরও সমস্যা আছে।ই-কার বা ঈ-করের ভুলটা বেশী হয়।বাংলা বানান রীতিটাও বেশ কঠিন,তবে চর্চাতেই অসাধ্যকে সাধন করা যায়।
আমি ব্লোগ/ফোরামে প্রমিত ভাষার প্রমিত ভাষা ব্যবহারের পক্ষপাতী।
আমাদের পাবনার গ্রাম্য ভাষার নাটকগুলো ভালোই লাগে।খারপ লাগে যখন এটাকেও আঞ্চলিক ভাষার মধ্যে স্থান না দিয়ে ভাষা বিকৃতির মধ্যে নিয়ে আসেন কিছু বিশিষ্ট জনেরা।সুন্দরভবে লেখার জন্যে আপনাকে ধন্যবাদ।
Re: ভাষা বিষয়ক কচকচি...
২০০৭ সালের টপিক, খেয়াল না করে পড়ে যাচ্ছিলাম। শামীম ভাইয়ের কথাগুলো, পরবর্তীতে বিভিন্ন ফোরামিক বন্ধুদের মন্তব্য পড়ে বুঝলাম ভাষা নিয়ে ভাসা ভাসা জ্ঞান দিয়ে আর যাই হোক নির্ভুল টপিক লেখা সম্ভব নয়। ফেসবুকে ইংরেজদের বর্ণমালায় বাংলা দেখলে যেমন কষ্ট পেতে হয়, তেমনি ভুল বানানের বাংলা দেখলেও কষ্ট হয়। তবে দুটোর পার্থক্য রয়েছে। যিনি ভুল করে হলেও বাংলায় লিখছেন তাকে শ্রদ্ধা করি, আর যিনি ইচ্ছে করেই ইংরেজীতে বাংলা লিখছেন তার প্রতি করুণা হয়। আমার মতো অলস একটা মানুষ কষ্ট করে হলেও প্রভাত লেআউট শিখে নিয়েছে, আর সেই ভদ্রলোক-ভদ্রমহিলারা কষ্টটুকু করতে চান না। আর কিছু না হোক ফোরামে, ফেসবুকে বাংলা লেখার তৃপ্তিটুকু তারা নিতে পারছেন না।