Re: ভাষা বিষয়ক কচকচি...
সহমত।এতো পুরাতন লেখা,আমিও টের পাইনি।ধন্যবাদ।ট্রান্সলিটারেট পদ্ধত্তিতে লেখা বাংলা পড়তে কষ্ট হয়।বাংলা ভাষা বাংলা বর্নতেই লেখা হোক,আর যদি নিরুপায় তাহলে ইংরেজি বর্ণ দিয়ে ইংরেজিই লিখুক,ভাঙ্গা ইংরেজিই হোক বা শুদ্ধ ইংরেজিতে হোক,চেষ্টরত মানুষগুলোকে বিদ্রুপ না করে তাদের চেষ্টাকে স্বাগত জানাই।ধন্যবাদ।