টপিকঃ স্কান্ডেনেভিয়ান দেশে পড়াশোনা-১(নরওয়ে)
নরওয়ে তে পড়তে চাইলে আপনাকে হয় নরওয়েজ ভাষা অথবা ইংরেজী ভাষায় পড়তে হবে।
আর এজন্য আইঈএলটিএস লাগবে ৫.৫-৬.০ আর টোফেল হলে সিবিটি-২১৩ আর আইবিটি ৮০
নরওয়েতে বছরে ২টা সেমিষ্টারঃ- ফল- আগষ্ট-ডিসেম্বর
স্প্রিং- জানুয়ারি-জুন
এখানে টিঊশন ফি লাগে না তবে প্রাইভেট ইনষ্টিটিউট হলে লাগবে। আর সরকারি গুলোতে বড়জোড় প্রতি সেমিষ্টারে ১০০ডলার লাগতে পারে। আর থাকা খাওয়ার জন্য মাসে ১২/১৩ শত ডলার লাগবে।তাছাড়া ওখানে সপ্তাহে ২০ঘন্টা কাজের সু্যোগ আছে।যাতে প্রতি ঘন্টা ৬/৭ ডলার আয় করা যায়। তবে এদেশে পড়তে যেতে হলে আপনাকে ভর্তি হওয়ার জন্য ১বছর আগে থেকে চেষ্টা করতে হবে।
ওখানকার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় হল ''হেলসেঙ্কি''
www.helsinki.com