টপিকঃ সেকিনো জলপ্রপাতে বেড়ানো।
আমার মাথার উপরে বিরাট কাজের বোঝা। ৩-৬ মে' জাপানে সরকারী বন্ধ ... এত লম্বা বন্ধ বছরে আর কোন সময় নাই। তাই এটাকে গোল্ডেন উইক বলে। অথচ গত ২রা মে' আমাকে বলা হল ৭ তারিখ সকালে থিসিসের ড্রাফট জমা দিতে হবে .... ৬০-৭০ পাতা!!!!!! এর মধ্যে বন্ধ উপলক্ষ্যে অনেক পরিকল্পনা আছে সবার --- অনেক আগে থেকে ঠিক করা। তাই মাথায় এক বোঝা চিন্তা নিয়ে পূর্ব-পরিকল্পনামাফিক গতকাল গেলাম সেকিনো জলপ্রপাতে।
অনেক ছবি তোলা হয়েছে। আমি ঘুরিয়ে একটা জায়গার চারদিকের অনেকগুলো (১০টা) ছবি নিয়ে, বাসায় বসে কোন রকমে জোড়া দিয়ে একটা ৩৬০ ডিগ্রী দৃশ্য বানাতে চেষ্টা করলাম। মাথায় রাজ্যের কাজ জন্য ছবিটার পেছনে সময় দিতে পারিনি তেমন। মূল ছবিটা ১.৫ মে.বা. .... এখানে ছোট করে দিলাম ১৪৬ কি.বা. -- বুঝতেই পারছেন, তেমন সুবিধার হবে না।
শুভেচ্ছা সবাইকে। আগামী কয়েকদিনের জন্য হাইবারনেশনে গেলাম!
মাথায় এইরকম কাজের চিন্তা নিয়ে সবার সাথে হাসিমুখে ঘুরাঘুরি করাটা খুবই থ্রীলিং বা রোমাঞ্চকর!!:(
অবশ্য যদি কেউ ছবিটার ৬৮৯ কি.বা. সাইজের একটা ভার্সান দেখতে চান তবে এখানে ক্লিক করুন।