টপিকঃ ঈদ মুবারক
ঈদ উল আযহা মুবারক!
ঘুরে ফিরে আবার এলো ঈদ, তবে ২ মাস ১০ দিন আগের ঈদ উল ফিতরের চেয়ে এই ঈদের শিক্ষা ও তাৎপর্য একটু আলাদা।
ইব্রাহীম (আঃ) ও তাঁর পুত্র ইসমাইল (আঃ) আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্যাগের যে ঐতিহাসিক নযীর স্থাপণ করেন, তা থেকেই সামর্থ্যবান মুসলমানদের জন্য ঈদ উল আযহার কুরবানীর নির্দেশনা।
কুরবানীর তাৎপর্য হলো, ত্যাগ, তিতিক্ষা ও প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। শুধু পশু কুরবানীর দ্বারা ঈদ উৎযাপন হয় না। বরং সেই সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য ইব্রাহীম (আঃ) এর মতো আবেগ, ভালবাসা আর ঐকন্তিকতা নিয়ে নিজের প্রবৃত্তি পশুর গলায় ছুরি চালানোর মাধ্যমে কুরবানীর মূল ফযীলত লাভ করা যায়।
আল্লাহর নিকট পৌছয় না এর গোশত ও রক্ত, পৌছায় তোমাদের তাকওয়া। [সূরা হাজ্জ, ২২ঃ৩৭]
নিঃসন্দেহে এই কুরবানী সহজসাধ্য নয়। যে যত বেশি নিজেকে বিলিয়ে দিতে পারবে, যত বেশি তাকওয়া অর্জন করতে পারবে, সেই তত বেশি আনন্দ লাভ করবে।
এই জান্নাতি আনন্দটাই বন্ধুদের সবার জন্য শুভেচ্ছা রইল, যেন সবাই ঈদের সত্য শিক্ষা অনুধাবন করে খুব বেশি করে ঈদের আনন্দটা অনুভব করতে পারে।
ঈদ মানে তো নয়রে কেবল আনন্দ উৎসব!
ঈদ মানে তো নয়রে কেবল হাসির কলরব!
ঈদ মানে তো সেই সে খুশির দিন,
ত্যাগের মহান পথ ধরে যা পেলরে মুমিন!
প্রজন্মের সকল সদস্য, বন্ধু-পরিজন, আত্মীয়-স্বজন সবাইকে ঈদ মুবারক।
what to do?