টপিকঃ মনের দুঃখে বিজ্ঞাপন পড়ি
মনের দুঃখে বিজ্ঞাপন পড়ি...।
বটগাছ কাকু জানো আমার না পরীক্ষা চলছে।আর এই সময় বই ছাড়া সব কিছু পড়তে ভালো লাগে।এতোভালো লাগে যে পেপারের বিজ্ঞাপন গুলোও পড়ি। কিন্তু পরীক্ষার জন্য যা পড়া দরকার তা পড়া হয় না।
বটগাছ কাকু আপনারে নিজের মনে করে মনের একটা ছোট্ট দুঃখের কথা বল্লাম।কাউকে বইলেন না।