Re: আমার দেশ পত্রিকাতে প্রজন্ম ফোরাম
ধন্যবাদ মেহেদী আকরাম ভাইকে প্রজন্মের প্রচারণা কাজের জন্য। প্রজন্ম আরও এগিয়ে যাক এবং আরও নতুন নতুন সদস্যের পদচারণায় মুখর হয়ে উঠুক।
Re: আমার দেশ পত্রিকাতে প্রজন্ম ফোরাম
কাকু আমি চাই তুমি আরো কিছু করো যা প্রতিটি মানুষ উপভোগ করতে পারে এবং জানতে পারে তোমা থেকে। শারিরীক শক্তিই বড় শক্তি না, মনের শক্তিই বড় শক্তি। মানুষের ঘরে ঘরে পৌছে দাও তোমাদের প্রতিভার আলোর দিশারী।
Re: আমার দেশ পত্রিকাতে প্রজন্ম ফোরাম
মেহেদী ভাই আপনাকে অনেক ধন্যবাদ এধরনের একটি উদ্দ্যোগ নেয়ার জন্যে। প্রজন্ম ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
Re: আমার দেশ পত্রিকাতে প্রজন্ম ফোরাম
মেহেদী আকরামদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি দারুন উদ্যোগের মাধ্যমে প্রজন্ম ফোরামকে আরোও ছড়িয়ে দেওয়ার জন্য।
Re: আমার দেশ পত্রিকাতে প্রজন্ম ফোরাম
এভাবে প্রচার হলে ভালই হয়।