টপিকঃ আমার দেশ পত্রিকাতে প্রজন্ম ফোরাম
প্রজন্ম ফোরাম: বাংলা ভাষাভাষিদের মিলন মেলা
বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহারের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আর এর সাথে তাল মিলিয়ে বাড়ছে বাংলা ভাষায় ওয়েবসাইট। ওয়েবের জগতে সামাজিক সাইটগুলোর জনপ্রিয়তা আকাশচুম্বি এর মধ্যে ফোরাম অন্যতম। বাংলা ভাষাতে ফোরামের সংখ্যা হাতে গোনা। সম্পূর্ণ ইউনিকোড নির্ভর বাংলা ভাষাতে তৈরী প্রথম ফোরাম হচ্ছে প্রজন্ন ফোরাম। হাটি হাটি করে এর দুবছর হতে চলল। এই ফোরামের সদস্যরা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষি। বাংলাদেশির পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের সদস্যও কম নয় এই ফোরামে। কিছুদিন আগে ঢাকাতে ফোরামের সদস্যদের গেট টুগেদারের মাধ্যমে একে অন্যের সঙ্গে পরিচিত হবার সুযোগ পেয়েছিলো। শিগগিরই ফোরামের তত্বাবধানে পিকনিকের আয়োজন করা হবে। প্রজন্ম ফোরামে সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা, অর্থনীতি, রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পড়াশোনা, উচ্চশিক্ষা ও কর্মজীবন, রোমাঞ্চ, দৈনন্দিন, বিবিধ ও হাসির বাক্স ইত্যাদি বিভাগ এবং এগুলোর উপ-বিভাগ রয়েছে। ফোরামের সমস্বয়কদের কঠিন এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানে ফোরামটি পরিচালিত হয়। বর্তমানে ফোরামে ২ হাজারের বেশি সদস্য আছে এবং প্রায় ৮ হাজার টপিকের ওপর ৯০ হাজারের বেশি আলোচনা হয়েছে। ফোরামের মূল ঠিকানা http://forum.projanmo.com-G গিয়ে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারেন।
রয়েল টেকনোলজি | সমকাল দর্পণ | আমার ফেসবুক প্র্রোফাইল | আমার ফেসবুক পেজ | আমার গুগল+