টপিকঃ বাংলা ওসিআর (Bangla OCR)
সেন্টার ফর রিসার্চ অন বাংলা লেংগুয়েজ প্রসেসিং (সিআরবিএলপি) থেকে সম্প্রতি একটি নতুন ওসিআর প্রকাশ করা হয়েছে যার নাম বাংলাওসিআর(BanglaOCR)। বর্তমানে এটির ভার্সন হচ্ছে ০.৬ আলফা। এই ওসিআর উইন্ডোজ এবং লিনাক্স (উবুন্তু) উভয় প্লাটফর্ম এ কাজ করার জন্য দুটি ভিন্ন সংস্করন এ প্রকাশ দেয়া হয়েছে। ওসিআর টি যে কোনো ফরমেট এর ছবি পরতে সক্ষম এবং উক্ত ছবিকে লেখায় রুপান্তর করতে পারে। এখনো একটি পূর্নাঙ্গ ওসিআর তৈরি করতে হলে অনেক কাজ করতে হবে। এই ওসিআর এর সোর্স অচিরেই প্রকাশ করা হবে। ওসিআর এর নির্মাতাগন প্রত্যাশা করেন যে বাংলাদেশের সচেতন ব্যাবহারকারীগন এটির উন্নয়ন এর জন্য তাদের মুল্যবান মতামত প্রদান করবেন। ওসিআর এর প্রকাশ ও ডাউনলোড সংক্রান্ত তথ্যাদি নিম্মোক্ত সাইট এ পাওয়া যাবে :
উইন্ডোজ : http://crblpocr.blogspot.com/2008/11/ba … eased.htmll
লিনাক্স: http://crblpocr.blogspot.com/2008/11/ba … eased.html