টপিকঃ আমি লুৎফর
আমি লুৎফর রহমান:পড়ি বাংলা ভাষা ও সাহিত্য,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে;চলছে তৃতীয় বর্ষ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অভ্যর্থনা কক্ষ » আমি লুৎফর
আমি লুৎফর রহমান:পড়ি বাংলা ভাষা ও সাহিত্য,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে;চলছে তৃতীয় বর্ষ।
লুৎফর, স্বাগতম আপনাকে। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনার ফোরাম এখানে আছে, আশা করি আপনার কাছ থেকে মূল্যবান পোস্ট ওখানে পাবো।
যাক, আমার রুমমেট তাহলে পোস্টিং শুরু করল। ভাল লাগছে দেখে। আসলে আমিই সারাদিন কম্পিউটারে বসে থাকি, তিনি তো বসার চান্সই পান না।
তবুও যে শুরু করলেন দেখে ভাল লাগছে।
আর লুৎফর ভাই বাউল সঙ্গীতসহ সাহিত্যের কয়েকটি দিকে আপনার বেশ জানাশোনা আছে। আশা করি সবার সাথে শেয়ার করবেন।
না! হলে ইন্টানেট সংযোগ??? তাহলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় পৃথিবীর কয়েকটি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই থাকত।
আমরা থাকি মেসে। আমি গ্রামিনের্ ইন্টারনেট ব্যবহার করি। বোগাস জিনিস। একেবারেই স্লো।
হলে ইন্টারনেট সংযোগ অনুমিত নয়। এমনকি মেয়েদের হল খালেদা জিয়ায় মেয়েদের কম্পিউটার কোস ছাড়া কম্পিউটার রাখারও অনুমতি নেই।
এই হল অবস্থা।
বুয়েটে আমি যখন পড়তাম বছর ৪/৫ আগে, তখন আমরা হলে নিজেরা তার টানিয়ে ইন্ট্রানেট করেছিলাম হলের ভিতরের কম্পিউটার গুলার জন্য। পরে এখন হল কর্তৃপক্ষ বাইরে থেকে কেন্দ্রীয়ভাবে ইন্টারনেট আনার অনুমতি দিয়েছে যদিও খুব বাজে সার্ভিস বলে শুনেছি। বুয়েটের মূল ফাইবার অপটিক লাইন হল পর্যন্ত আসলেও নাকি তা ছাত্রদেরকে দেয়া হয়নি।
রাগিব ভাই বুয়েট কোন ব্যাচ ??
আর কোন ডিপার্টমেন্ট ??
এখন লাইন দেয়া হয়েছে ইন্টারনেট এর ....
তবে টীচার রা অনেক জল ঘোলা করছে তার আগে ...
অ্যালবাট্রস ভাই, আমি বুয়েটের কম্পিউটার কৌশল, ব্যাচ ৯৬ (এইচএসসি), ঐ বিভাগে পড়িয়েছি ৬ মাস, এখন পিএইচডি করছি। নাহ, লেকচারার থাকার ঐ ৬ মাস ইন্টারনেটের সুবিধা পাই নাই শহীদ স্মৃতি হলে।
না! হলে ইন্টানেট সংযোগ??? তাহলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় পৃথিবীর কয়েকটি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই থাকত।
আমরা থাকি মেসে। আমি গ্রামিনের্ ইন্টারনেট ব্যবহার করি। বোগাস জিনিস। একেবারেই স্লো।
হলে ইন্টারনেট সংযোগ অনুমিত নয়। এমনকি মেয়েদের হল খালেদা জিয়ায় মেয়েদের কম্পিউটার কোস ছাড়া কম্পিউটার রাখারও অনুমতি নেই।
এই হল অবস্থা।
ডিয়ার এ্যাডমিন।
গ্রামীণ কমিউনিকেশান্স কি ইন্টারনেট সার্ভিস প্রাভাইডার?
প্রজন্ম ফোরাম » অভ্যর্থনা কক্ষ » আমি লুৎফর
০.০৫৯৫৪০০৩৩৩৪০৪৫৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.৭৮৬০৩৬৯৬০০৬৫ টি কোয়েরী চলেছে