টপিকঃ এটা কি রবীন্দ্রনাথের ভুল?

".. ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে....."
রবীন্দ্রনাথের গান আমার তেমন শোনা হয়না। তবে একদিন কোন এক অনুষ্ঠানে এই গানটা শুনেছিলাম। আমার কথা হল তালা বদ্ধ কাউকে নিয়ে যেতে হলে তালা ভাংতে হবে নাহয় চাবি দিয়ে খুলতে হবে। কিন্তু রবীন্দ্রনাথ চাবি ভাঙ্গার কথা কেন বললেন? কেউ কি বুঝিয়ে বলবেন?

সর্বশেষ সম্পাদনা করেছেন sohoj (১৭-১১-২০০৮ ২৩:৩৪)

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

না এটা রবীন্দ্রনাথের ভূল না  । আমার পুরোপরি মনে নেই তাই সূত্র উল্লেখ করতে পারবোনা। তবে ব্যাপারটা হলো উনি এটা করেছেন ছন্দের মিল দেওয়ার জন্য। কারন তালা লিখলে সেটার কোন মিল হয়না কিন্তু চাবি লিখলে অনেক সুন্দর লাগে। যেমন

ছোট গল্পের সংজ্ঞায় উনার একটা শব্দ আছে অশ্রুজল। অশ্রু আর জল দুটো তো একই তাইনা।

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

তালা = চাবি দেয়া = চাবি বলতে চেয়েছেন মনে হয় । ( জেনারেলাইজেশন confused )

"I know not with what weapons World War III will be fought, but World War IV
will be fought with sticks and stones."
    -Albert Einstein

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

@microqatar
ভাই এইটা গান একটু শুনে দেখবেন। সেখানে তালা হলে কেমন লাগতো। সুরে মিলেনা আর কেমন জানি শুনায়। তবে ভাই এটা আমার মতামত না । এটা রবীন্দ্রনাথের বা কোন নামকরা রবীন্দ্র শিল্পীর ব্যাখ্যা। আগেই বলেছি আমার সূত্র মনে নাই

সর্বশেষ সম্পাদনা করেছেন উদাসীন (১৮-১১-২০০৮ ০০:১৮)

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

এটা ভুল করে লিখেছে বলেই আমার মনে হয়। এই প্রশ্ন আমারও ছিল ছোটকাল থেকেই।

একই রকম আরেকটা গান আছে আদনান বাবুর ...
ইত্তেফাকের ষষ্ঠ পাতায় বিজ্ঞাপনে ছিল পাত্রী চাই ... ... পাত্রীর বর্ণনা দেখে সে-ই কল্পনায়।

বিজ্ঞাপনদাতা হল পাত্রপক্ষ, চেয়েছে পাত্রী... আর ঐ ব্যাটা কিনা ইতং বিতং গান! hehe

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

১০

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

উড়ে যাব ডানা মেলে

১১

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

আসলে.......আর একটা গান আছেনা...........। একটা চাবি দিয়া দিছে ছাইড়া.......।
আমাদের রাবি ঠাকুরও তেমন কিছু একটা বুঝাইতে চাইছেন।

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

১২

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

ভেঙ্গে মোর ঘরের তালা
নিয়ে যাবি কোন শা............

এটাও লেখা যেত কিন্তু শ্রুতি কটু হত।:-?:-?:-?:-?:-?

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (১৮-১১-২০০৮ ১৬:০২)

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

১৪

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

ভেঙ্গে মোর ঘরের তালা
নিয়ে যাবি কোন শা............

জটিল ছন্দ। ধন্যবাদ না দিয়ে পারা যায় না।

Amir

১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী আকরাম (১৮-১১-২০০৮ ১৭:৪৫)

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন ইয়ানূর (১৮-১১-২০০৮ ১৮:৫৯)

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

১৭

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন ইয়ানূর (১৮-১১-২০০৮ ১৮:৫৮)

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

১৯

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

২০

Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত