টপিকঃ এটা কি রবীন্দ্রনাথের ভুল?
".. ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে....."
রবীন্দ্রনাথের গান আমার তেমন শোনা হয়না। তবে একদিন কোন এক অনুষ্ঠানে এই গানটা শুনেছিলাম। আমার কথা হল তালা বদ্ধ কাউকে নিয়ে যেতে হলে তালা ভাংতে হবে নাহয় চাবি দিয়ে খুলতে হবে। কিন্তু রবীন্দ্রনাথ চাবি ভাঙ্গার কথা কেন বললেন? কেউ কি বুঝিয়ে বলবেন?