Re: এটা কি রবীন্দ্রনাথের ভুল?
কৃষ্ণ করলে লীলা খেলা....আমরা করলে ক্যারেকটার ঢিলা!
বস্, একদম ঠিক।
রক্তের গ্রুপ : এবি+ (পজিটিভ), রাশি : ধনু
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সঙ্গীত » এটা কি রবীন্দ্রনাথের ভুল?
কৃষ্ণ করলে লীলা খেলা....আমরা করলে ক্যারেকটার ঢিলা!
বস্, একদম ঠিক।
কৃষ্ণ করলে লীলা খেলা....আমরা করলে ক্যারেকটার ঢিলা!
কবি গুরুরে নিয়া একদা একখান কুশ্চেন করিয়া খালি মাইর খাওয়া বাকি রাখছিলাম। তাই এইখানে চুপ করেই থাকি বরং।
আসলে এসব রবীন্দ্র-নজরুল বলে কথা না। কিংবা জীবনানন্দ-জসীমউদ্দিন বলে কথা না।
কবিরা তাদের নিজ ভাষায়, নিজ রূপরেখায় নিজেদের কবিতা, গল্প, সাহিত্য রচনা করেন। তাদের সেসব ধারা না থাকলে হয়ত তাদের সাহিত্য আমাদের এতটা পছন্দও হতো না (শুনতেও তো ভালো লাগত না)। কিন্তু সাধারণ সময়ে আমরা যদি তাদের মতো করে লিখি অবশ্যই তা শুনতে বেসুরো লাগবে। শেক্সপীয়ারের ভাষায় আজকের দিনের একটি ছাত্র যদি লেখে তাহলে কি শিক্ষক তাকে বেশি মার্কস দেবে?
আশা করি বোঝাতে পেরেছি। কোনো প্রফেশন্যাল কবি ফোরামে থাকলে আরো ভালো করে হয়ত বুঝিয়ে দিতে পারত।
আর কোডার ভাইয়ের কথাটার সাথে একমত হতে পারলাম না। কৃষ্ণের প্রেমলীলা বোঝার মতো ক্ষমতা আমাদের মতো সাধারণ লোকজনের নেই রে ভাই। কিন্তু কি জানেন, দুষ্ট প্রকৃতির ছেলেপেলেরা কৃষ্ণের নাম ভাঙিয়ে অপকর্ম করে।
আমি ২ টা বিকল্প দেই , দ্বিতীয়টা আমার পসন্দ হইসে
১.
বানিয়ে ঘরের চাবি
নিয়ে যাবি
কে আমারে .....
২.
ভেঙে মোর ঘরের তালা
ফুলের মালা
দে আমারে...
ইয়ানূর লিখেছেন:রবি এবং নজরুল আমার নেংটা কালের বন্ধু তাই বেশী কিছু বলতে পারি না।
ভাষা প্রয়োগে আপনি যদি একটু যত্নবান হন তাহলে সেটা ফোরামের পক্ষে স্বাস্থ্যকর হবে।
আমি তো এখানে ভাষার কোন ত্রুটি দেখছি না।স্বাস্থ্যকর না বলুন শ্রুতিমধুর হবে।
রবি এবং নজরুল আমার বাল্য নেংটা কালের বন্ধু তাই বেশী কিছু বলতে পারি না।
বুঝলাম না।
রবীন্দ্রনাথ ঠাকুরতো কাজী নজরুল ইসলাম থেকে প্রায় ৩৮ বছরের বড়।
কাজী নজরুল ইসলাম (জন্ম: মে ২৫, ১৮৯৯ — মৃত্যু: আগস্ট ২৯, ১৯৭৬)
রবীন্দ্রনাথ ঠাকুর (জন্ম: ৭ই মে, ১৮৬১ - মৃত্যু: ৭ই আগস্ট, ১৯৪১)
আমি ২ টা বিকল্প দেই , দ্বিতীয়টা আমার পসন্দ হইসে
![]()
১.
বানিয়ে ঘরের চাবি
নিয়ে যাবি
কে আমারে .....২.
ভেঙে মোর ঘরের তালা
ফুলের মালা
দে আমারে...
জোস জোস হইছে ভাই।অনেক সুন্দর ছন্দ মিলাতে পারেন তো আপানি ভাই।
ইয়ানূর লিখেছেন:রবি এবং নজরুল আমার বাল্য নেংটা কালের বন্ধু তাই বেশী কিছু বলতে পারি না।
বুঝলাম না।
রবীন্দ্রনাথ ঠাকুরতো কাজী নজরুল ইসলাম থেকে প্রায় ৩৮ বছরের বড়।
কাজী নজরুল ইসলাম (জন্ম: মে ২৫, ১৮৯৯ — মৃত্যু: আগস্ট ২৯, ১৯৭৬)
রবীন্দ্রনাথ ঠাকুর (জন্ম: ৭ই মে, ১৮৬১ - মৃত্যু: ৭ই আগস্ট, ১৯৪১)
কাকু তোমাকে যে আয় ছেলেরা আয় মেয়েরা আর ভোর হলো দোর......। ছড়া শুনাতাম মনে আছে যখন তোমার বয়স ২/৩ বছর তাহলে কি বলতে চাও সে তোমার বন্ধু না?।
আসলে আমরা কিছু ক্রিয়েশান না করতে পারলেও, বিকৃত করতে বেশি উচ্ছল ও প্রানোবন্ত হই। উপরের কিছু কিছু উক্তি তারই প্রতিফলন।
আমার মনে হয়, না তিনি ভুল নন,ঠিক-ই লিখেছিলেন।
১। তিনি ছন্দের জন্য এরকম লিখেছেন,(সেটা কেউ কেউ বলেছেন। )
২। কখোনো কখোনো এ'রম বলা হয়... ঘরে চাবি দেওয়া/চাবি লাগান।
চাবি কিন্তু তালাটাকেই নির্দেশ করে (জানি এটা নিয়ে আপনারা অনেকেই দ্বি-মত পোষন করবেন) কিন্তু "ঘরে চাবি দেওয়া/চাবি লাগান" কথাটার চল (ব্যবহার) আছে।
আমি ২ টা বিকল্প দেই , দ্বিতীয়টা আমার পসন্দ হইসে
![]()
১.
বানিয়ে ঘরের চাবি
নিয়ে যাবি
কে আমারে .....২.
ভেঙে মোর ঘরের তালা
ফুলের মালা
দে আমারে...
ফাটাফাটি লিখসেন বস
".. ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে....."
রবীন্দ্রনাথের গান আমার তেমন শোনা হয়না। তবে একদিন কোন এক অনুষ্ঠানে এই গানটা শুনেছিলাম। আমার কথা হল তালা বদ্ধ কাউকে নিয়ে যেতে হলে তালা ভাংতে হবে নাহয় চাবি দিয়ে খুলতে হবে। কিন্তু রবীন্দ্রনাথ চাবি ভাঙ্গার কথা কেন বললেন? কেউ কি বুঝিয়ে বলবেন?
আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, এই পোস্টটা আমি আর একটা সাইটে দেখেছি। আপনিও তা জানেন। আমার মনে হয় না আপনারা দুইজনই একই পোস্টার? দয়া করে জানাবেন কি?
আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, এই পোস্টটা আমি আর একটা সাইটে দেখেছি। আপনিও তা জানেন। আমার মনে হয় না আপনারা দুইজনই একই পোস্টার? দয়া করে জানাবেন কি?
আমি আরো কয়েকটি সাইটে অনিয়মিত পোস্ট করি। এবং আমার নিক/আইডি ও আলাদা। আবার একই রকম পোস্ট অন্য সাইটেও করেছি। আপনি যে পোস্ট টা দেখেছেন তার লিংক টা দিন। তাহলে বলতে পারব।
রবির সাথে ফুটবল খেলার সময় তালা এবং চাবি নিয়ে কথা হয়েছিল। অনেক দিন আগের কথাতো ছিক মনে করতে পারতেছিনা। রবিদার বউ বলছিল সেটা মনে আছে, তবে এখন বলবোনা।
আমি ২ টা বিকল্প দেই , দ্বিতীয়টা আমার পসন্দ হইসে
![]()
১.
বানিয়ে ঘরের চাবি
নিয়ে যাবি
কে আমারে .....২.
ভেঙে মোর ঘরের তালা
ফুলের মালা
দে আমারে...
ভালই তো, আপনি দেখি রবীন্দ্র সংগীত লেখা শুরু করে দিলেন !
মনে হয় সবাই মিলে চেষ্টা করলে আমরাও রবীন্দ্র সংগীত লিখতে পারব।
এইখানে ঘরের চাবি ভাঙ্গার একটা রুপক অর্থ আছে। শরীরটা হচ্ছে তোর ঘর, আর তুই তার ভেতর। সেই ঘর থেকে তোকে বের করার জন্যে ষড়রিপু, দশ ইন্দ্রীয়- সবকিছু থেকে তোর নিজেকে মুক্ত করতে হলে ঘরের এই বন্ধনগুলি ছিন্ন করতে হবে, তন্ত্র সাধনা করতে হবে। সেই ঘরের চাবি ভাঙতে সাধনসঙ্গীর প্রয়োজন হয়। চাবি ভাঙ্গার মানে হচ্ছে আত্মার মুক্তির পথ খুজে বের করা, পাসওয়ার্ড হ্যাক করার মত ব্যাপার। এই চাবিটা ভাবের চাবি, এইটারে স্তরে স্তরে খুলতে হয়, ধাঁধার মত। ধাঁধাঁ যেমন ভাঙ্গতে হয়, এই চাবিও তেমন চাবি- একে ভেঙ্গে ভেঙ্গে আত্মার মুক্তি ঘটাতে হয় চিরকালের জন্যে। রবীন্দ্রনাথের গান বেশীরভাগই ঈশ্বরপ্রেমের গান, আর রবীন্দ্রনাথের ঈশ্বর লালনের ঈশ্বরের মত- নিজের ভেতরই বাস করেন।
রবীন্দ্রনাথ দেখতেছেন- জীবন শেষ হয়ে আসছে, সাধনার সময়ও ফুরিয়ে আসছে, সূর্য উঠছে- তবুও একজন সাধনসঙ্গী তিনি পাচ্ছেন না।
রবি ঠাকুর একজন দার্শনিক। তার চিন্তা কে বুঝতে হবে। তিনি এখনকার কবিদের মত সোজা সাপটা তালা আর চাবি বলতে সাধারন তালা চবি বলেন নাই। তাই সকলের যে না বুঝে মতামাত ছন্দ মিলের বিষয় টা এই ধারনা দেয় যে এনারা শুধু শুনেন বুঝেন না। এখানে তত কালিন সমাজের বিভিন্ন বিধি নিশেধের কথা উল্লেখ করেছেন। অতএব ঐ সকল থেকে মূক্ত করার জন্য তিনি দিক দেখানোর চেষ্টা করেছেন। অনেক সামাজিক ব্যবস্থা ছিল যা ক্ষতি কর, সে গুলো ভেঙ্গে বা দূর করে বেরিয়া আসার জন্য। যারা চোখ বন্ধ করে আছেন তারা যেন এক আটকানো অবস্থায় আছেন। আর আটকানো টা অবশ্যই একটা তালা মারা আছে। আর সেই তালা মারা জন্য একটি চাবি আছে। চাবি আছে বলেই তালা মার। সেই চাবিতাই যদি না থাকে তবে তালা থাকলেই বা না থাকেলেই কোনো আসে যায় না। তাই চাবিতাই আগে ভাংতে হবে।
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সঙ্গীত » এটা কি রবীন্দ্রনাথের ভুল?
০.১০২৬৯৩৭৯৬১৫৭৮৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৫.৮৯৮৬২১৬২০৫৫৫ টি কোয়েরী চলেছে