টপিকঃ আমি রুশাফি, ফোরামের সবাইকে শুভেচ্ছা
হেলো সবাই কেমন আছেন?
আসলে সব জায়গায় হাই আর হেলো লিখতে লিখতে এখন বাংলায় কি লিখব তা মাথায় আসছিলো না। তাই হেলো'ই লিখলাম। তবে স্বান্তনা এটুকুই যে আগে ইংরেজি অক্ষরে বাংলা লিখতাম আর এখন বাংলা অক্ষরে ইংরেজী লিখতে পারি।
ফোরামটা আমার অসম্ভব পছন্দ হয়েছে। সবখানে কি সুন্দর বাংলা লেখা! দেখতেও শান্তি লাগে।
যাই হোক এবার নিজের পরিচয়টা একটু দেই।আমি রুশাফি (সবাই এই নামেই ডাকে, তাই পুরো নাম বলার প্রয়োজন অনুভব করছিনা।), এখন পড়াশুনা করছি বুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনীয়ারিং বিভাগে, প্রথম বর্ষে। সবাই মোটামুটি অচেনা, একমাত্র রাগীব ভাইকে চিনি (উনি সম্ভবত আমাকে চিনতে পারবেন না)। তবে আশা করি পরিচিত হতে বেশি সময় লাগবেনা।
সবাইকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।