২১

Re: "কাতারের দুঃস্বপ্ন"

ও আল্লাহ..........এত্তো সুন্দর লেখাগুলো এতো পরে দেখলাম.........।কাতার ভাই.......এই "নবনীতা_সেন"টা তো মাত করে দিয়েছে। আপনার প্রেষ্ট্রিজতো শুধু পাংচারইনা.......পুরা বার্স্ট্র কইরা ফালাইছে।

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

২২

Re: "কাতারের দুঃস্বপ্ন"

মেহেদী হাসান লিখেছেন:

ও আল্লাহ..........এত্তো সুন্দর লেখাগুলো এতো পরে দেখলাম.........।কাতার ভাই.......এই "নবনীতা_সেন"টা তো মাত করে দিয়েছে। আপনার প্রেষ্ট্রিজতো শুধু পাংচারইনা.......পুরা বার্স্ট্র কইরা ফালাইছে।

"ভালভেসে বন্ধু তোমরা দিতে পারো গালি
আমার কাছে মনে হবে মধু ভরা বুলি।"

রক্তের গ্রুপ AB+

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২৩

Re: "কাতারের দুঃস্বপ্ন"

আমার পুরানা ব্যাথাটা আবার চাগায়া উঠছে

২৪

Re: "কাতারের দুঃস্বপ্ন"

ফায়ারফক্স লিখেছেন:

চিড়িআচ ভাল অইচে তয় কাতাল ভাই বিয়াটা কইরাই হালান, পাত্রী আচে টিপটপ কন্ডিছন ছামান্য রিপিয়ার কইল্লে লাইপটাইম গেরান্টি* ।
*শত্ত পোজজ্য

lol2lol2=)) কারটা রেখে কারটা লিখব, তবে ইদানিংকালের মধ্যে এটাই সেরা পোষ্ট,যেমন পোষ্ট, তেমন উত্তর।
@কাতার ভাই, আপনার কবিতাটা, এখানে যে কত চমৎকার ভাবে মিলে গেছে, যেন কবিতাটা আপনার জন্যই লেখা হয়েছে। আর কাতার ভাই, একজন পঙ্গুর দুঃখ একজন পঙ্গুই বুঝতে পারে, তাই আপনার দুস্কটা আমিও বুঝি।

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

২৫

Re: "কাতারের দুঃস্বপ্ন"

মোশারফ ভাই...
ভেবেছিলাস খেজুরের রস খাবো। এখনতো দেখি কাঁটার খোঁচা লাগে।
আর কতিদন থাকবেন খেজুর গাছ তলায়?
গাছটাকি পাল্টিয়ে অন্য গাছের নিচে বসা যায়না?
কাতারে কি আর কোন গাছ নাই?

আর একটা কথা...
যে গাছের নিচেই বসেননা কেনো, একা বসবেন...
পারু দেবদাষের...আপনার না...

২৬

Re: "কাতারের দুঃস্বপ্ন"

চরম হইছে লেখাটা)+D)+D)+D)+D)+D)+D)+D)+D)+D

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদুর..................................