টপিকঃ কালকে আমার বিবিএ জীবনের শেষ ক্লাস
কালকেই শেষ। আর কোন ক্লাস হবে না। বিবিএ এর ক্লাস শেষ। বিবিএ করলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং এ।
ক্লাসের পর ছোটখাটো একটা পার্টি।
নভেম্বরের প্রথম সপ্তাহে শেষ সেমিষ্টার পরীক্ষা। তারপর মুক্তি .......
তবে এ মুক্তিই শেষ নয়।
মাস ছয়েক পরে এমবিএ এর ক্লাস শুরু হবে।
তারপর ইচ্ছা আছে আইসিএমএ থেকে একটা অতিরিক্ত ডিগ্রী নিয়ে সিএ করবো।
উফফ..............কেন যে শেষ হয় না!!!