টপিকঃ ফোনে.............পর্ব ৩।
ঠিক সারে ১১টার সময় ফোন কৈ আপনি রিং করলেন না? আমার হাতে বেশ কাজ তাই। আপনি আধা ঘন্টা পরে ফোন করেন,আমার হাতে কিছু স্যাম্পুল আসার কথা। এর মাঝে স্যাম্পুল হাতে এসে পরেছে। সে ফোন করলো সময় মতো। আমি বললাম আপনি কখন আসতে পারবেন? আমি দুপুরে লান্স করে আসবো ঠিক আছে। কাছা কাছি এসে একটা ফোন দিয়েন, ঠিক আছে। বিকাল চারটা পনর মিনিটে ফোন আমি ওমুক জায়গায়, ঠিক আছে আপনি ওমুক জায়গায় আসেন। এর মাঝে সেও গেলো উনিও আসলো; এর মাঝে ভুলে গিয়েছে স্যাম্পুল নিতে, সে আবার তার এক বন্ধুকে ফোন করে বলে ওমুক জায়গায় শার্টের কিছু স্যাম্পুল আছে ও গুলো আমাকে একটু কষ্ট করে দিয়ে যাও। ঠিক আছে স্যার আপনি কোথায় আছেন? আমি ...হোটেলে চা খাচ্ছি। সে স্যাম্পুল নিয়ে আসলো, তাকে পরিচয় করে দিলাম ও আমার ফ্রেন্ড। তারা কৌশল বিনিময় করলো, এর মাঝে নাস্তা শেষ, এই মামু ধরো তোমার বিল কত? মামা এত টাকা, নাও রাখো। বিল দিয়ে টাকা ফেরত দিলো, তার হাতে বকশিষ দিয়ে,হোটেল থেকে বের হয়ে,একটা রিক্সা করে চললাম, এই রিক্সায়ালা ভাই সাবধানে যায়েন;আচ্ছা। রিক্সা বদল করে আবার একই অবস্থায় এবার বসা হলো কোন এক চেনা জায়গায়। সেখানে বসে তার জীবন কাহিনী শোনার ইচ্ছা পোষন করলাম। সে বলে পরে বলবো, ঠিক আছে আগে কাজের বথা বলুন। আমি ঢাকায় থেকে কিছু করতে চাই কিন্তু তা সতভাবে। আমি জানি একটু অন্য সব নারীর মতো শরীর... করলে আমার কষ্ট হবে না। আমি তা চাই না এবং করবো না। ভালো কথা আমি যতটুকু পারি আপনাকে ততোটুকুই সহযোগিতা করবো। আপনি এ স্যাম্পুল গুলো নিয়ে দেখেন কিছু করতে পারেন কি না। ঠিক আছে চেষ্টা করি। দোয় করবেন!তার জীবন কাহিনীর যে বর্ণনা দিলো তাতে বুঝা যায় এ সমাজে মানুষ কত অমানুষ হতে পারে ধন্যাঢ্য পরিবারের ছেলেরা। তার মুখের ভাষায় শোনা আমি সত্য-মিথ্যা জানি না। ঠিক আছে আজ উঠা যাক রাত হয়ে যাচ্ছে। এই সি এন জি যাবে ওমুক জায়গায় না ভাড়া আছে; ওদের যা নীতি তাই ৬০ টাকার ১০০ টাকা চলো, তাকে তার বাসার অদূরে রেখে আমি চলে এলাম আমার উদ্দেশ্যে।