টপিকঃ এখন কফি খাচ্ছি...
আগে দোকানে গিয়ে চা খেতাম। লাল চা ১টাকা আর দুধ চা ২টাকা। সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে ৩টাকা এর ৪টাকায়। আর নেসক্যাফের থ্রী ইন ওয়ান প্রতি প্যাকেট ৫ টাকা। তাই এখন আর দোকানে গিয়ে চা খাইনা। বাসায় বসে কফি খাই।:clap::clap::clap:
দামেও সমস্যা হলো না আবার স্ট্যান্ডার্ড ও বজায় থাকল।