টপিকঃ এখন কফি খাচ্ছি...

আগে দোকানে গিয়ে চা খেতাম। লাল চা ১টাকা আর দুধ চা ২টাকা। সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে ৩টাকা এর ৪টাকায়। আর নেসক্যাফের থ্রী ইন ওয়ান প্রতি প্যাকেট ৫ টাকা। তাই এখন আর দোকানে গিয়ে চা খাইনা। বাসায় বসে কফি খাই।:clap::clap::clap:
দামেও সমস্যা হলো না আবার স্ট্যান্ডার্ড ও বজায় থাকল।

Re: এখন কফি খাচ্ছি...

ভালো.....

ঝড় উঠে না?.... কফির কাপে ঝড়?


এখানে এসে  দুধ/চিনি ছাড়া কালো চা-কফি খেতে শিখেছি। আর এটা মনে হয় ভালো.... সস্তা ও স্বাস্থ্যসম্মত।

(শুভ্র: আপনার জন্য পড়াশুনাতে একটা প্রশ্ন ছেড়ে এসেছিলাম - ইংরেজি ভোকাবুলারি সম্পর্কিত)

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: এখন কফি খাচ্ছি...

একটা ক্যাফে টুনি ৫ টাকা? তার মানে ৫০ টাকায় পাওয়া যাবে ১০টা!!! তুর্তিকে একই জিনিস ৫০ টাকায় ৪টা!!
যা-হোক, কফির সাথে একটু ভ্যাকু চকোলেট (পাউডার) মিশিয়ে নিতে পারেন এতে দারুন ঘ্রাণ এবং মগ ভর্তি কফির কড়া ফেনার কোমল স্বাদ পাবেন। আর ঝড়তো উঠবেই thumbs_up

Re: এখন কফি খাচ্ছি...

এটা কোথায় পাবো !

সর্বশেষ সম্পাদনা করেছেন মনি (২৮-০৪-২০০৭ ১৬:২৫)

Re: এখন কফি খাচ্ছি...

একটা পর্যালোচনা করেছিলাম গত বছর বাংলাদেশে গিয়ে। আমি বাংলাদেশের মুটামুটি অনেক জায়গায় গিয়ে রাস্তার হোটেলগুলোতে ভাত খেয়েছিলাম। চেষ্টা করেছিলাম গরীবদের সাথে মিশেত কয়েকদিন, কিন্তু অতটা পারি নাই সময় ছিল না। তবে ওই সব হোটেলে ভাত খেতাম আর দেখতাম কে কিভাবে খায়। তেমনি এক হোটেলে বসে একবার কফি খেয়েছিলাম। আমি আর আমার বন্ধু..তো দুই জনে গিয়ে বসছি..ওয়েটার এসেছে ভাই কি খাবেন? তো জিজ্ঞেস করলাম কি আছে? তো সে এক বারে অনেক কিছুর কথা বলল তারপর বলল কফিও আছে.. তো আমার উৎসাহ হল এক কাপ কফি খেয়ে দেখি কেমন লাগে..তো কফি এনে দিল..চুমুক দিলাম, চুমুকের সাথেই টের পেয়ে গেলাম কি কফি এটা? চায়ের সাথে নেসক্যাফের কফির দানা মিলিয়ে কফি বানিয়েছে.. তারপর আর কি.. একটা অভিজ্ঞতা হল.. কফির

Re: এখন কফি খাচ্ছি...

Re: এখন কফি খাচ্ছি...

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: এখন কফি খাচ্ছি...

এ ভাই ও বোন সব দুধ চিনি লিকার ছাড়া এক কাপ চা মিলেগা কিয়া ?;q

Re: এখন কফি খাচ্ছি...

১০

Re: এখন কফি খাচ্ছি...

১১

Re: এখন কফি খাচ্ছি...

১২

Re: এখন কফি খাচ্ছি...

আমার কফি খেতে ভালো লাগে না sad

১৩

Re: এখন কফি খাচ্ছি...

যদি আমি সকালে কফি না খাই.. তাহলে কলেজে ঢুকে পুরো ক্লাসেই জিমাই... তাই কফির অভিজ্ঞতা অনেক আমার। তবে আমেরিকান কফি না.. একটু অন্য রকম কফি।

১৪

Re: এখন কফি খাচ্ছি...

১৫

Re: এখন কফি খাচ্ছি...

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন লুবনা_আফরিন_লতা (৩০-০৪-২০০৭ ১৫:১২)

Re: এখন কফি খাচ্ছি...

এখানে তুর্ক কফি পাওয়া যায়। দারুন! এক কাপ কফির জন্য ৩ চা চামচ কফি (পাউডার জাতিয়) ডান্ডা পানিতে মিশিয়ে গরম করতে হয়। এতে প্রচুর ফেনা তৈরী হয়। দুধ না মেশালেই ভালো হয়। একটা মজার ব্যাপার হলো- কফি খাবার পর কাপে প্রচুর তলানী থাকে। ঐ তলানী সহ কাপটিকে পিরিচের উপর উল্টিয়ে রাখতে হয়। কিছুক্ষন পর কাপের ভিতর তলানীদ্বারা একপ্রকার শৈল্পিক রেখার সৃষ্টি হয়। বিশেষ ব্যক্তিরা (জ্ঞাত ব্যক্তিরা) ঐ রেখা দেখে ভাগ্য বলে দেয়। এটা তুর্ক কফির (তুর্ক কাউফে) এক বিশেষত্ত্ব। সবাই এই কর্মকে খুব পছন্দ করে।

১৭

Re: এখন কফি খাচ্ছি...

১৮

Re: এখন কফি খাচ্ছি...

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন শুভ্র (০৬-০৬-২০০৭ ১৬:৩৪)

Re: এখন কফি খাচ্ছি...

আজ সকালে এককাপ চা খেয়ে ছিলাম ৯টার পর। ১০.৩০ মি. দিকে স্বপনদা সবাইকে ক্যান্টিনে বসিয়ে নাস্তা করালেন । অবধারিতভাবে চা ও ছিল । যেহেতু সর্বশেষ ক্লাশ শুরু হবে ২.৩০মি. তাই মনে করলাম দুপুরের খাবারটা ক্যান্টিনেই খেয়ে নিই। এরপর ভাবলাম এককাপ চা খেয়ে নিই। খেলাম। প্রায় ৩.৪৫মি. টে হঠাৎ সম্বিত ফিরে পেলাম ম্যাডামের কথায় এই যে আপনি ২য় সারির সবচেয়ে কোনায় ...
বললাম , জ্বী আমি?
ম্যাডাম হ্যাঁ। আপনি কি ঘুমাচ্ছেন ? তাহলে দয়া করে বাসায় চলে যান।!!!!!!!!!!!!!:-#
অবশেষে ক্লাশ শেষ করে বাসায় ফিরতে ফিরতে ক্লান্ত। এবার তো কফি লাগবেই  এক মগ।