টপিকঃ আসুন, ইংরেজী শব্দভান্ডার বা ভোকাবুলারি বাড়াই ...
অনেকদিন যাবৎ ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছি (বিশ্ববিদ্যালয়ে আদর্শ হিসেবে ৪ + ২ + ৩.৫ বছর; সত্যিকার ভাবে ৭+৩.৫ +৩.৫ বছর) তবে মাস্টার্স পর্যন্ত শুধু লেখাপড়ার লেকচার/পরীক্ষাগুলোই ইংরেজিতে ছিল। এখন সবকিছুই জাংলিশ...
যা হোক তার পরেও কিন্তু প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় অনেক শব্দ বা অনুভুতির ইংরেজি জানি না। আমরা কি এই থ্রেডে পরষ্পরকে এ বিষয়ে সাহায্য করতে পারি?
প্রথমে কিছু শব্দ বা অনুভুতির ইংরেজি জানতে চেয়ে লিখলাম। সাথে প্রসঙ্গ উল্লেখ করে দিলাম বুঝার সুবিধার্থে
-------------------------------------------------------------------------------------------------------
প্রসঙ্গ: শরীর খারাপ। তাই ডাক্তারের কাছে পরামর্শ দরকার, কিভাবে বলব
১. একটু সর্দি সর্দি ভাব
২. গলা খুসখুস করছে
৩. মাথা ঝিমঝিম করছে
৪. হাঁচি হচ্ছে
৫. নখের কোনা বসেছে
--------------------------------------------------------------------------------------------------------
সাহায্য করেন প্লিজ। ইংরেজি না জানলে ইংলিশ-জাপানি অভিধান দেখে জাপানিতে পরিবর্তন করতে পারছি না।