Re: আসুন, ইংরেজী শব্দভান্ডার বা ভোকাবুলারি বাড়াই ...
ধন্যবাদ কণিষ্ক next sentence-
"চোখ জ্বলছে"
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » আসুন, ইংরেজী শব্দভান্ডার বা ভোকাবুলারি বাড়াই ...
ধন্যবাদ কণিষ্ক next sentence-
"চোখ জ্বলছে"
ধন্যবাদ কণিষ্ক
next sentence-
"চোখ জ্বলছে"
Having irritation in eyes.
VERY INTERESTING!!!!!!!
অনেকদিন যাবৎ ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছি (বিশ্ববিদ্যালয়ে আদর্শ হিসেবে ৪ + ২ + ৩.৫ বছর; সত্যিকার ভাবে ৭+৩.৫ +৩.৫ বছর) তবে মাস্টার্স পর্যন্ত শুধু লেখাপড়ার লেকচার/পরীক্ষাগুলোই ইংরেজিতে ছিল। এখন সবকিছুই জাংলিশ...
যা হোক তার পরেও কিন্তু প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় অনেক শব্দ বা অনুভুতির ইংরেজি জানি না। আমরা কি এই থ্রেডে পরষ্পরকে এ বিষয়ে সাহায্য করতে পারি?
প্রথমে কিছু শব্দ বা অনুভুতির ইংরেজি জানতে চেয়ে লিখলাম। সাথে প্রসঙ্গ উল্লেখ করে দিলাম বুঝার সুবিধার্থে
-------------------------------------------------------------------------------------------------------
প্রসঙ্গ: শরীর খারাপ। তাই ডাক্তারের কাছে পরামর্শ দরকার, কিভাবে বলব
১. একটু সর্দি সর্দি ভাব
২. গলা খুসখুস করছে
৩. মাথা ঝিমঝিম করছে
৪. হাঁচি হচ্ছে
৫. নখের কোনা বসেছে
--------------------------------------------------------------------------------------------------------
সাহায্য করেন প্লিজ। ইংরেজি না জানলে ইংলিশ-জাপানি অভিধান দেখে জাপানিতে পরিবর্তন করতে পারছি না।
১। লোকটি সুপাড়ি গাছ থেকে ছেচরাইয়া নামল।
২। গাব গাছের মোতা দিয়া দাত মাজা ভাল নয়।
৩। আমার জানি কেমন কেমন লাগে তার শুন্যতায়।
৪। সে এমন ভাবে তাকায় মনে হয় সে আমাকে গিলে খাবে।
FLOCCINAUCINIHILIPILIFICATION মানে কি??
FLOCCINAUCINIHILIPILIFICATION মানে কি??
an act or instance of judging something to be worthless or trivial
...it is frequently cited as one of the longest words in the English language
http://en.wikipedia.org/wiki/Floccinauc … lification
ফায়ারফক্স লিখেছেন:FLOCCINAUCINIHILIPILIFICATION মানে কি??
মাফ কইরা দেওন যায় না! এইটা উচ্চারণ করতে গেলে দাঁত একটাও থাকবো না।
দাঁত তো থাকবই না, বরং ধার করে আনা লাগবো।
স্বপ্নচারী লিখেছেন:মাফ কইরা দেওন যায় না! এইটা উচ্চারণ করতে গেলে দাঁত একটাও থাকবো না।
দাঁত তো থাকবই না, বরং ধার করে আনা লাগবো।
![]()
উচ্চারণের অডিও ক্লিপঃ
[mp3 url=http://cache.lexico.com/dictionary/audio/luna/F02/F0222300.mp3]
সত্যজিৎ রায়ের কোন একটা গল্পে এই শব্দটার উল্লেখ ছিল।
উচ্চারণ টা এইরকম : ফ্লকসিন্যাসিনিহিলিপিলিফিকেশন।
সত্যজিৎ রায়ের কোন একটা গল্পে এই শব্দটার উল্লেখ ছিল।
উচ্চারণ টা এইরকম : ফ্লকসিন্যাসিনিহিলিপিলিফিকেশন।
ধন্যবাদ কণিষ্ক'দা !
শেষ পর্যন্ত উচ্চারণ করতে পেরেছি !!
১। লোকটি সুপাড়ি গাছ থেকে ছেচরাইয়া নামল।
২। গাব গাছের মোতা দিয়া দাত মাজা ভাল নয়।
৩। আমার জানি কেমন কেমন লাগে তার শুন্যতায়।
৪। সে এমন ভাবে তাকায় মনে হয় সে আমাকে গিলে খাবে।
সত্যজিৎ রায়ের কোন একটা গল্পে এই শব্দটার উল্লেখ ছিল।
উচ্চারণ টা এইরকম : ফ্লকসিন্যাসিনিহিলিপিলিফিকেশন।
শঙ্কু অথবা ফেলুদা মনে হয়।একটু একটু মনে পড়ছে।
১) বিড়বিড় করা
২) মনযোগ সরিয়ে নেয়া
ইংরেজী কি ?
১) বিড়বিড় করা
২) মনযোগ সরিয়ে নেয়াইংরেজী কি ?
১। To mutter / To murmur
২। খুব সহজ ইংরেজী হচ্ছে not taking interest.
১। আমাকে আজকে একজন জিজ্ঞেস করলঃ ধরি, রহিম আমার মুখোমুখি দাড়িয়ে আছে।এখন রহিমকে যদি পিছন ঘুরতে বলা হয়, তাহলে ইংরেজিতে কি বলব?
Turn Around অথবা Rahim, Please Turn Around অথবা Please Turn Around Rahim.
২। আবার, রহিম আমার দিকে পিছন মুখ করে দাড়িয়ে আছে।এখন রহিমকে যদি সামনে ঘুরতে বলা হয় (মানে আমার মুখোমুখি), তাহলে ইংরেজিতে কি বলব?
Turn Around অথবা Rahim, Please Turn Around অথবা Please Turn Around Rahim.
আরো কিছুর ইংরেজি জানা দরকার , যেমন:
ঢেকুর তোলা
হাই তোলা
হাচি দেওয়া
হোচট খাওয়া
বিষম খাওয়া
আস্ত ছাগল?
আরো কিছুর ইংরেজি জানা দরকার , যেমন:
ঢেকুর তোলা
হাই তোলা
হাচি দেওয়া
হোচট খাওয়া
বিষম খাওয়া
ইংলিশ মুভি সাব টাইটেল সহ দেখলে এসবের ইংরেজী পাবে।
আমার জানা দরকার "আমলকি"র ইংরেজী।
ইংলিশ মুভি সাব টাইটেল সহ দেখলে এসবের ইংরেজী পাবে।
আমার জানা দরকার "আমলকি"র ইংরেজী।
আরে!! এ টপিকটা তো চোখেই পড়েনি। ভাল কাজ করেছেন আমার লেখা সরিয়ে এনে। ধন্যবাদ
হুমম..সেটাই করছি। আর এসবের ইংরেজি সামু থেকে পেয়েছি। আমলকির টা বলতে পারলাম না
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » আসুন, ইংরেজী শব্দভান্ডার বা ভোকাবুলারি বাড়াই ...
০.০৮০২৪৫৯৭১৬৭৯৬৮৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.২৮৯০৮১৫৭৪৪৪৪ টি কোয়েরী চলেছে