টপিকঃ সম্প্রতি কী কী বই পড়লেন?
ফোরামে গান কিংবা মুভি দেখা নিয়ে টপিক আছে, কিন্তু বই পড়া নিয়ে কোনো টপিক নেই! আপনারা এ টপিকে সম্প্রতি কি কি পড়লেন তা শেয়ার করতে পারেন।
আমিই শুরু করি। গত দুই সপ্তাহে যে বইগুলো পড়েছি :
1. হুমায়ূন আহমেদের জোছনা ও জননীর গল্প
2. সত্যজিত রায়ের ফেলুদার অম্বর সেন অন্তর্ধান রহস্য
3. হুমায়ূন আহমেদের মেঘ বলেছে যাবো যাবো
4. সত্যজিত রায়ের ফেলুদার ইন্দ্রজাল রহস্য
5. সুমন্ত আসলামের অলৌকিক
6. হুমায়ূন আহমেদের জল জোছনা
7. HAYKAL এর The Life of MUHAMMAD [ইংরেজি অনুবাদ] বইটার কয়েক পৃষ্ঠা। পড়ার চেষ্টা করছি, কিন্তু পড়তে মনে চাচ্ছে না ...
এছাড়া সমরেশ মজুমদারের সাতকাহন পড়ব পড়ব করেও সাহস করে ধরা হচ্ছে না। অনেক বড় তো তাই ... পশ্চিমবঙ্গের লেখকদের লেখার এই একটা সমস্যা। এদের উপন্যাসের প্রথম অধ্যায়গুলো বিরক্তিকর হয়, তাই পড়া শুরু করতে মনে চায় না। কিন্তু দাত-মুখ খিচিয়ে একবার শুরু করে কোনমতে এক তৃতীয়াংশ পর্যন্ত যেতে পারলে শেষ না করে আর উঠা যায় না। সাতকাহনের কি অবস্থা কেউ বলতে পারেন?