৪১

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

আচ্ছা ছাঁদের কার্ণিশে কাক বইটার লিংক টা কেউ দিতে পারবেন কি? খুব দরকার hehe

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

৪২

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

৪৩ সর্বশেষ সম্পাদনা করেছেন জাসিম (১৩-০৯-২০০৮ ০৫:২০)

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

সাতকাহন (সমরেশ মজুমদার) শেষ করলাম...অদ্ভুত!
প্রথম আলো পড়তে হবে:-#

৪৪

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

এখন পড়তাসি এফেক্টিভ বিজনেস কমিউনিকেশন স্কিলস অফ ম্যানেজারস, সকালে পড়লাম প্রথম আলো পেপার, রাতে পড়বো... একাউন্টিং না ইকোনমিক্স...বলতে পারতেসিনা~X(। এইসব বই পইরাই সময় পাইনা আর.....;(
তবে লাস্ট পড়সি হইল মধ্যাহ্ন ২। ব্যাপক লাগসে(y)

শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, আগুনের চেহারাটা একই
                                           _কবিগুরু

৪৫

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

৪৬

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

সমুদ্র বিষয়ক জাতিসংঘের ছয়টা কনভেশন আর আজকে পড়ছি, লিগ্যাল ড্রাফটিং.

৪৭

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

৪৮

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

৪৯

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

গতকাল পড়লাম তিনগোয়েন্দা "সিরিজের তাসের খেলা"। তার আগে পড়েছি সমরেশ মজুমদারের "সাতকাহন"।সাতকাহনের দ্বীপা নামের মেয়েটির সংগ্রামী জীবন আমার কাছে খুবই বেদনাদায়ক মনে হয়েছে। আশা করি বইটার আকার বড় হলেও খুব মজা পাবেন।

৫০

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

৫১

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

পরশু পড়লাম... দ্যা ভিঞ্ছি কোড...বেশ ভাল লাগলো
দারুন...
এখন পড়ছি ' এঞ্জেল এন্ড ডেমন" ...
আশা করি ভাল ই লাগবে!!!

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব'লে!
সময় পাবে না আর, নামিছে অন্ধকার!
গোধূলিতে আলো-আঁধারে-পথিক যে পথ ভোলে!!

৫২

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

বই তো পড়ি নাই, যা পড়ছি তা হচ্ছে শিরোনামহীন ব্যান্ডের নতুন অ্যালবাম "বন্ধ জানালা" এর লিরিক বাস স্টপ, একা, কবিতা কিংবা বুলেট লিরিকগুলো.

৫৩

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

৫৪

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

৫৫

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

৫৬

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

ইংরেজি গল্প-উপন্যাস কখনও পড়া হয়নি। ক্লাসের সহপাঠ গুলোর বাইরে Animal Farm নামে একটা বই পড়েছিলাম। অসাধারণ একটা গল্প।

দ্যা ভিঞ্চি কোডের কাহিনী সংক্ষেপটা কেউ একটু বলতে পারেন? তারানাপু বা অন্য কেউ? ওটা পড়া শুরু করব কি না ভাবছি।

এছাড়া সহজ, ইন্টারেস্টিং, ছোট কিছু ইংরেজি গল্পের লিংক দিলে ধীরে ধীরে পড়ার অভ্যাস করতাম।

৫৭ সর্বশেষ সম্পাদনা করেছেন মুশাফ (০৩-১০-২০০৮ ২৩:৫৪)

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

৫৮

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

ধন্যবাদ মুশাফ ভাই। অলিভার টুইস্টের অ্যাবিজ্ড ভার্সন পড়েছিলাম। চার্লস ডিকেন্সের আরেকটা বই সম্ভবত ডেভিড কপারফিল্ডের অনুবাদও পড়েছিলাম অনেক আগে। ক্লাস ফোরে থাকতে সম্ভবত। সেই বয়সেই অসাধারণ লেগেছিল ওটা।

৫৯

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

৬০

Re: সম্প্রতি কী কী বই পড়লেন?

জোসনা ও জননীর গল্প, দুই পর্ব শেষ করছি.. এটা যেহেতু পিডিএফ, তাই বাড়িতে গিয়ে পড়তে পারিনি ...   ৩০ থেকে ৬, মাঝের ১, ২, ৩, ৪, ৫ এই, ৫ দিনে ১৬০০ পৃষ্ঠা পড়ছি.. এক অর্থে বলা যায় , ঈদ ভালোই হলো বইয়ে বইয়ে...

৪ টা বই, প্রতিটা গড়ে ৪০০পৃষ্ঠা...

১. ভারত যখন ভাঙলো
২.কায়সার ও কিসরা
৩.হেজাজের কাফেলা
৪.অপরাজিত

অপরাজিতটা ফালতু, হেজাজের কাফেলাটা অসাধারন..

তবে, আমার উপলদ্ধি, ভারত যখন ভাংলো এবং কায়সার ও কিসরা বইদুটো সবার পড়া উচিত...  নসীম হিজাজীর যতগুলো উপন্যাস পড়লাম, এখনতক "ভারত যখন ভাংলো" কে এক নম্বরে রাখছি...