টপিকঃ "বিড়াল"
একবার একটা রেসলিং প্রতিযোগীতা হল সমস্ত পৃথিবীর বিড়ালদের নিয়ে। ধীরে ধীরে দেখা গেল বাংলাদেশ আর আমেরিকা ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে। অবশেষে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ চলে গেল ফাইনালে। প্রতিপক্ষ আমেরিকা। তুমুল লড়াই শুরু হল। টানা ১০ ঘন্টা লড়ে বাংলাদেশ গেল জিতে। কারো বিশ্বাসই হচ্ছেনা কেমন করে এটা হল!!! অবশেষে লড়াইয়ে বন্ধুত্ব হওয়া এক বিড়াল কানে কানে বাংলাদেশের বিড়ালকে বলল, বন্ধু ঘটনাটা কি? শুনেছি তোমাদের দেশ খুব গরীব। না খেয়ে থেকে তোমরা অপুষ্টিতে ভোগো। তাহলে তোমার এই জয় এর রহস্য কি? বাংলাদেশের বিড়াল তখন ঐ বিড়ালকে প্রতিজ্ঞা করাল যেন না বলে দেয়, তারপর বলল, "বন্ধু, আমি আসলে বিড়াল না। আমি আসলে চিড়িয়াখানার বাঘ ছিলাম। না খেতে পেয়ে পেয়েই বিড়াল হয়ে গেছি।"
সূত্র: সংগৃহীত
.............কলাপাতা সবুজ রং থেকে, ............
পিংক-ভায়োলেট-মেজেন্টা, .............আরও কত রং এর যুগে।।