টপিকঃ বাংলা কম্পিউটিং: সচলায়তন নতুন ঠিকানায়
সম্প্রতি (১১ই অক্টোবর, ২০০৮) সচলায়তনকে নতুন সার্ভারে সরানো হল। চেহারা এখনও ঠিক হয়নি। তবে অনেক দ্রুত লোড হচ্ছে। সমস্ত ফীচারগুলো চালু করলে আগের চেয়ে সুবিধা বেশি হওয়ার কথা।
বর্তমান ঠিকানা: http://www.sachalayatan.org আগে এটা ডট কম ছিল। কিছুদিনের মধ্যে ডট কম-টাকেও ঠিক করা হবে। আগে সচলায়তনের কোন পোস্টের লিংক থাকলে ঠিকানাটায় আপাতত কিছুদিন শুধুমাত্র সেগুলোর কম এর জায়গায় অর্গ দিয়ে পরিবর্তন করতে হবে।