টপিকঃ এক নরাধমের শানে নুযুল
এই অধমের কথা আর কি বলিব? তবুও বলি-
এই অধম বাংলাদেশের গাইবান্ধা জেলার এক নরাধম সন্তান, যে কিনা computer use করে কিন্তু নিজের computer এর সমস্যা হলে তার মাথায় অাকাশ ভেঙ্গে পড়ে।
তাইতো অামি
বাংলা ভাষার টানে আসিয়াছি তোমাদেরি দ্বারে
জানিতে চাহি বহু সমাধান বাংলা ভাষার জোরে
করিবে কি গ্রহন মোরে, তোমাদেরি একজন করে
এসেছি কিছুদিন অাগে, তবে ভুলেছিনু মোরে???