ধন্যবাদ আপনাকে। উম, তাহলে কি শুধু আবহাওয়াই মূলত দায়ী। সাথে ধরে নিলাম, বড় শহরগুলোতে হয়তো জব (হোক না সেটা অড জব)পেতে সুবিধা একটু বেশি। কিন্তু মাইগ্রেশনের ব্যাপারটা . . এটার কি কোন সুবিধা আছে, যে ওমুক province থেকে পড়লে আলাদা সুবিধা হবে বা এমন কিছু, আমি আশা করছি, আমি বোঝাতে পেরেছি, আমি কি বলতে চাইছি।
আরও একটু উপকার করবেন দয়া করে। আপনি কি একটু কষ্ট করে ওমন ইউনিভার্সিটিগুলো (...সেসব প্রদেশের ইউনিভার্সিটিগুলোতে ভর্তির সম্ভাবনা অন্টারিও বা ব্রিটিশ কলাম্বিয়ার ইউনিভার্সিটিগুলো থেকে সহজ হবে। তাই জিজ্ঞেস করেছিলাম।)হাইলাইট করবেন একটু। আপনি যেহেতু আছেন, আপনি ভালো বলতে পারবেন।
আর কানাডায় ত province দশটা আছে. দয়া করে এটারও একটা তালিকা দিন, কোন কোন গুলোতে আবেদন করলে অপেক্ষাকৃত সম্ভবনা বেশি। ব্যাচলরে আমার রেজাল্ট আহামরি ভাল নয়। গুগল থেকে পাইলাম Currently the ten provinces are Alberta, British Columbia, Manitoba, New Brunswick, Newfoundland and Labrador, Nova Scotia, Ontario, Prince Edward Island, Quebec, and Saskatchewan,
উত্তরের অপেক্ষায় আছি, আপনাকে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভাল থাকবেন।