টপিকঃ সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'
আজকে থেকে প্রজন্ম ফোরাম আরও একজন সমন্বয়ক বা মডারেটর পেল। তিনি হলেন আমাদের সবার পরিচিত ও প্রিয় 'উদাসীন' ভাই। তিনি মূলত: বিনোদন, সাহিত্য ও দর্শন ক্যাটাগরির বিভিন্ন বিভাগের সমন্বয়কের দ্বায়িত্ব পালন করবেন। আশা করি উক্ত বিভাগগুলো এতদিন তাদের কাঙ্খিত সমন্বয়ক পাবে ।
পরবাসের শত ব্যস্ততার মাঝেও তিনি ফোরামের মডারেটরের দ্বায়িত্ব নিজে রাজি হওয়ায় আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। আশা করি সবাই তাঁকে সহযোগিতা করবেন।
জয়তু প্রজন্ম ।
what to do?