টপিকঃ সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

উদাসীন ভাইকে তার পদোন্নতির জন্য অভিনন্দন। দোয়া করবেন..........একদিন আমরাও................

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

উদাসীন ভাইকে একটু বেশী সময় প্রজন্মতে পাবো।
উদাসীন ভাইকে স্বাগতম নতুন রূপে।

সর্বশেষ সম্পাদনা করেছেন ইয়ানূর (২৫-০৯-২০০৮ ২০:১৪)

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

আল্লাহ্‌ বড় মেহেরবান রাখেন যেন মান। উদাসীন ভাই আর ছদ্মনাম নই এখন ছবি সহ বেরিয়ে আসুন সবার নিমিত্তে।সমন্বয়কের দ্বায়িত্বে এখন কতজন?রাজু ভাই একটু হালকা মনে হচ্ছে না নিজেকে?

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

কনগ্র্যাটস উদাসীন ভাইয়া:clap::clap:
সমন্বয়কের গুরুদায়িত্ব পালন করার জন্য অগ্রীম শুভেচ্ছা, এখন থেকে সাহিত্য আর বিনোদন বিভাগটি আপনার হাতের ছওয়ায় আরো পরিচ্ছন্ন থাকবে। কিন্তু মডু হওয়ায় আপনার কবিতা মিস করতে চাইনা, সবসময় লিখে যাবেন:D:D

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

অভিনন্দন উদাসীন ভাইকে। আসলেই এবার সাহিত্য পাতা আরও সমৃদ্ধশালী হবে এই প্রত্যাশা করি। জানি মডারেটরদের কাজ খুব সহজ না, তারপরেও আমার বিশ্বাস এই গুরু দায়িত্বটা উদাসীন ভাই অতি সফল ভাবে করে যাবেন। উদাসীন ভাইকে ফোরামে আরও বেশী সময় পাব এটাও একটি বিরাট পাওয়া। ধন্যবাদ অন্যান্য মডারেটরদের কে যে তারা নতুন একজন মডারেটর নিয়োগ করেছেন এবং তারাও তাদের কঠিন তম কাজ খুব সুন্দর ভাবে পালন করে যাচ্ছেন।

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

আন্তরিক অভিনন্দন উদাসীন ভাই।:cool:
ক্যাপ্টেন্সির চাপে ব্যাটম্যানদের মাঝে-মাঝে কিছু সমস্যা হয়। আশা করি, আপনার তেমন হবে না।;)

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

যাক উদাসীন ভাইয়ের আর 'প্রজন্ম গরু' হতে হল না:-j। মডারেটর হয়ে গেলেন।
শুভেচ্ছা আপনাকে।

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

১০

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

সবাই কে অনেক অনেক ধন্যবাদ!

আসলে কোডার ভাই যখন বললেন তখন চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি যে খামখেয়ালি তাতে কতদূর কী অবদান রাখতে পারব মা'বুদে এলাহী জানেন lol মডারেশনের কাজ বোধহয় একটি কঠিন কাজ! তাও আবার সাহিত্য-সংস্কৃতি বিভাগের:-O মরণ ছাড়া আর কোনো উপায় দেখছি না big_smile তবুও আপনাদের সহযোগিতায় আশা করছি উৎরে যেতে পারব। ভালো থাকবেন সবাই।

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

গুড একটা ডিসিশন। thumbs_upthumbs_up(y)(y)(y)(y)(y)
উদাসীন ভাইয়া মিষ্টি কোথায় confusedconfused:-/:-/:-/:-/

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

প্রজন্ম গরু হইতে না পারলেও সমন্বয়কের গরু দায়িত্ব তো পেয়ে গেছেন উদাসীন ভাই।

অভিনন্দন

১৩

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

উদাস ভাই ,এবার বোধহয় উদাস ভাবটা ছাড়ার সময় হলো। big_smile

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৪

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

Right Person in Right Place, যেটা বাংলাদেশে হয়না বললেই চলে। যাহোক  প্রজন্মে হলো। শুভকামনা উদাসীন ভাই

১৫

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

স্বাগতম উদাসীন ভাই।
যাক এবার একটা টিম ওয়ার্ক হবে বলেই মনে হচ্ছে।

এইবার চান্সে যারা এমপিথ্রির লিঙ্ক দিতেন সঙ্গীত বিভাগে তাদের খবর আছে।
সেই সাথে ছড়া-কবিতা তো আছেই। যাক একজন পাওয়া গেল যে ছড়া কবিতা বোঝে। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৬

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

অভিনন্দন উদাসীন ভাই(y):):clap:

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন মুশাফ (২৬-০৯-২০০৮ ০২:১৬)

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

দুই দিন ফোরামে আসি নাই। হোমপেজের ব্রেকিং নিউজ আজই দেখলাম।
অভিনন্দন উদাসীন ভাইয়া! cool

১৮

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

১৯

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

আবারো সবাই কে ধন্যবাদ!
আসলে ঠিকমত নিয়ম মেনে চললে মডুদের কোনো দরকারই নাই tongue
সবার নূ্নতম সচেতনতাই যথেষ্ঠ বলে মনে করি।

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

২০

Re: সমন্বয়কের দ্বায়িত্ব নিলেন 'উদাসীন'

ওহে গুরু
এখনি শেষ নয় শুরু।
আপনার হাতের ছোয়ায়
সাহিত্যের পাতায়
আসবে সমৃদ্ধ।
স্বাগতম আপনাকে কবিতার ভাষায়,
পাঠকের কবিতাযে কবিকেই চায়,
নিজের আঙিনায়...

স্বাগতম আপনাকে। সাহিত্য পাতাতে আমি খুব একটা ঢু মারিনা। কারন সাহিত্য আমার মাথার উপরে যায়, ( আসলে সাহিত্য বুঝতে সময় দিতে হয়।)