টপিকঃ বিদেশি ব্যাংকের কৃষি ঋণ...কিন্তু....
গতকালকের বিডিনিউজে দেখলাম সরকারের নতুন নিয়মানুযায়ী সকল দেশি বিদেশি ব্যাংকে কৃষিঋণ দিতে হবে। এটা একটা অনর্থক নিয়ম ছাড়া আমার কাছে কিছুই না। দেশি সকল ব্যাংকের ক্ষেত্রে এটা হয়তো ঠিক আছে। কিন্তু বিদেশে ব্যাংক!
ঐ ব্যাংকগুলো প্রবেশ করার সাহস সম্পন্ন কৃষক কে আছে? তাছাড়া ঢাকা ও চট্টগ্রামের বাইরে বিদেশে ব্যাংকের কতগুলো শাখা আছে? মোট ২০টা হবে কিনা আমার যথেষ্ঠ সন্দেহ আছে যেখানে দেশিয় ব্যাংকের মোট ব্রাঞ্চের সংখ্যা ৩৫০০ এর উপরে।
তাছাড়া বিদেশি ব্যাংকগুলো দেশে যেরকম সুবিধা পায় দেশি ব্যাংকগুলোও পায়না। একটা দেশিয় ব্যাংকে কে বছরে কমপক্ষে ৩টা নতুন শাখা খুলতে হয়। [যে কারণে ডিসেম্বর মাসে পত্রিকার পাতায় খালি নতুন শাখার বিজ্ঞাপন পাবেন। ] অথচ বিদেশি ব্যাংকের ক্ষেত্রে এরকম কোন নিয়ম নেই। তারা এ দেশে এসে তাদের পূর্বপুরুষদের মতই লুটেপুটে খাচ্ছে।
এখন কৃষিঋণ দেয়ার মত এমন হাস্যকর বাধ্যতামূলক নিয়ম করেছে সরকার। ওসব ব্যাংকের এত এত চার্জ যে মধ্যম শ্রেনীর লোকজনও সেখানে যেতে ভয় পায়। আর সেখান থেকে ঋণ নিবে হত দরিদ্র কৃষকেরা! কই সরকার তো ঋণের সুদের হার নির্ধারণ করে দেয়নি! আবার প্রতিটি ব্যাংকে আলাদা করে ঋণ বিতরণের কোন টার্গেটও দেয়নি। তাহলে এটা খুব সহজেই অমান্য করা সম্ভব নয় কি?
এরকম গাঁজাখুরি নিয়মকানুন না করে দেশের উন্নয়নে কিছু বাস্তবিক পদক্ষেপ নেয়ার আহবার রইল!
সূত্র: http://www.bdnews24.com/bangla/details. … =4&us=
what to do?