Re: নিজের ভিপিএস - সূচীপত্র
পলাশ ভাই, জলদি ঠিক করে লিঙ্ক ঠিক করেন... নাইলে লালবাগের কুমির আপনাকে গ্রাস করবে...
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » নিজের ভিপিএস - সূচীপত্র
পলাশ ভাই, জলদি ঠিক করে লিঙ্ক ঠিক করেন... নাইলে লালবাগের কুমির আপনাকে গ্রাস করবে...
পলাশ মাহমুদ লিখেছেন:পলাশ ভাই, জলদি ঠিক করে লিঙ্ক ঠিক করেন... নাইলে লালবাগের কুমির আপনাকে গ্রাস করবে...
লিংক ঠিক আছে তো, ব্রাউজার রিফ্রেস মারেন অথবা কুকি ডিলিট করে দেখেন অথবা অন্য কোন ব্রাউজারে ট্রাই করে দেখেন।
বিঃদ্রঃ এইবার বুঝতে পেরেছি সমস্যাটা কোথায়। সঠিক লিংক খুজতেছি। পাইলে দিচ্ছি।
বিঃদ্রঃ নম্বর টুঃ লিংক আপডেট করে দেওয়া হলো।
নিজের ভিপিএস - ০ (ভিপিএস কী, কেন দরকার)
নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)
নিজের ভিপিএস - ২ (পিএইচপি সেটআপ)
নিজের ভিপিএস - ৩ (মাইএসকুএল ও পিএইচপিমাইএডমিন সেটআপ)
নিজের ভিপিএস - ৪ (সার্ভিস মনিটর, চালু/বন্ধ করা)
নিজের ভিপিএস - ৫ (বিভিন্ন সার্ভিসের লোড পর্যবেক্ষণ)
লিংক কিভাবে অটো পরিবর্তন হয়ে যায় বুঝলাম না । আবারো ঠিক করে দিলাম। আশা করছি মডু/এডুরা উপরের লিংকও আবারো ঠিক করে দিবেন
আপনি বানানের ব্যাপারে যে ব্যাখ্যা অন্য জায়গায় কামরুল ভাইকে দিয়েছেন সেই একই কারণে ভুল হয়েছিলো। (তাড়াহুড়া করে লেখেন আর পোস্ট করার আগে রিভাইজ দেন না ....... ইত্যাদি)
আপনি বানানের ব্যাপারে যে ব্যাখ্যা অন্য জায়গায় কামরুল ভাইকে দিয়েছেন সেই একই কারণে ভুল হয়েছিলো। (তাড়াহুড়া করে লেখেন আর পোস্ট করার আগে রিভাইজ দেন না ....... ইত্যাদি)
হয় নাই পুরোপুরি তবে কিছুটা ঠিক আছে। চেক করি নাই এ জন্য ভুল হয়েছিলো। আসলে হয়েছি কি- লিংগুলো ছিলো এমন-
http://forum.projanmo.com/t7593.html
এখন আমি অন্যান্য লিংক এর দিকে খেয়াল করে দেখলাম সবগুলো লিংকের পিছনে t দিয়ে কোন কিছু নাই। topic আছে। এটুকু ঠিক করে দিলেই লিংক ঠিক হয়ে যায়। আমিও তাই করলাম- কিন্তু তারাহুরু করতে গিয়ে topic এর জায়গায় post লিখে দিয়েছি কয়েকটাতে। তাই যেগুলোতে পোষ্ট লিখেছি তা ভুল দেখিয়েছে এবং যেগুলোতে টপিক লিখেছি তা ঠিক দেখিয়েছে।
সুন্দর কাজ করছে ভাই ।
ধন্যবাদ ।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » নিজের ভিপিএস - সূচীপত্র
০.০৪৬৬৩৭০৫৮২৫৮০৫৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.৭২৩৪৮৩৯৯৩৬৬১ টি কোয়েরী চলেছে