১৯৯২ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। জীবনের প্রথম পরীক্ষা কম্পিউটার সেশনাল আর তাও মেরিন বায়েলজী আর আমাদের বি.বি.এর একত্রে।
তো আমার পাশে এক মে.বা.-র ছাত্র মুখ গোমরা করে বসে আছে । জানা গেল গ্রামের বাড়ীতে সমস্যার কারনে সে আসলে ক্লাসে কিছুই বোঝে নাই। আমি তাকে ওয়ার্ড পারফেক্টের কিছু শর্টকাট কি আর কার্সার নেভিগেশন কি বলে দিই । আর বলি, স্যার যাই জিজ্ঞাসা করুক, কিছু একটা বলবা।
পরীক্ষার সময় বেচারা সব ভুলে বসে আছে। স্যার জিজ্ঞাস করলেন, বলতো এই কি প্রেস করলে কি হবে।
বেচারার মনে শুধু আছে কার্সার কথাটা । হঠাৎ সে উচুঁ গলায় বলল - "কার্সার ঘোরাফেরা করে স্যার"
আর আমাদের হাসতে হাসতে দম বন্ধের যোগাড়।
আর তারপর তার নাম পড়ে গেল - কার্সার
সে আমাদের সবার খুবই কাছের বন্ধু। কিন্তু আজো অনেকের মত আমি ও তার আসল নাম ভুলে গেছি। তার চেহারা মনে আসলেই কার্সার নামটাই মনে আসে।
কেচ্ছাটির অবতারনা এই কারণে যে, বন্ধুদের কিছু অদ্ভুত কাজের বা কথার জন্যই তাদের বেশী মনে থাকে।
Only when the last tree has died and the last river has been poisoned and the last fish has been caught will we realize that we cannot eat money.