টপিকঃ টাইপিং পদ্ধতি নির্বাচন :: ক্যাশ রিফ্রেস করুন
ফোরামের টাইপিং পদ্ধতি নির্বাচনটা সহজ করা হয়েছে। এখন শুধু নামের উপর ক্লিক করলেও লেআউট পরিবর্তন হবে। আগে শুধু রেডিও বাটনে ক্লিক করতে হত।
যে কারণে পোস্টটি করা সেটা হল: অনেকের কম্পিউটারেই সিএসএস ফাইলটি ক্যাশে রয়েছে। ক্যাশ রিফ্রেস না হলে ঐ অংশটুকু একটু উল্টা পাল্টা দেখাবে। সেজন্য আপনারা অন্তত: একবার Ctrl + F5 চাপুন।
[আলমগীর ভাইকে ধন্যবাদ। অনেক আগের পরামর্শ ছিল এটা। ]
what to do?