টপিকঃ হিডেন শেয়ার বন্ধ করুন
আমাদের সবারই অজান্তে উইন্ডোজ কম্পিউটারের ড্রাইভগুলো হিডেন শেয়ার করে রাখে। এটা উইন্ডোজ ইন্সটলের সময়েই অটোমেটিক হয়ে থাকে। যা ডলার সাইন দিয়ে নির্দেশ করে। এই হিডেন শেয়ার করা ড্রাইভের মাধ্যমে বেশ কিছু ভাইরাস কম্পিউটারে ঢুকে পরে। তার মধ্যে ট্রাজন ভাইরাস একটি। ট্রাজন ভাইরাস যে কোন রাস্তা পাইলেই ঢুইকা পড়ে। ডলার($)সাইন দিয়ে হিডেন শেয়ার করা থাকে। এই হিডেন শেয়ারের মাধ্যমে ভাইরাস একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রবেশ করে। ফায়ারওয়াল ব্যবহার না করলে তো ভাইরাস মিছিল করতে করতে ঢুকে।
যদি লোকাল এরিয়া নেটওয়ার্কের আওতায় কম্পিউটার থাকে তবে অবশ্যই ফায়ারওয়াল ব্যবহার করা উচিৎ এবং ড্রাইভ বা ফোল্ডার শেয়ার বা হিডেন শেয়ার বন্ধ করে দেয়া উচিৎ।
ছবিতে দেখা ড্রাইভগুলোর উপর রাইট বাটন ক্লীক করে শেয়ার স্টপ করে দিন। অবশ্যএর আগে আপনাকে কন্ট্রোল প্যানেল থেকে Network setup wizard একবার চালিয়ে নিতে হবে। প্রয়োজনে কম্পিউটার রিস্টার্ট দিতে হতে পারে।
***********************************************
পোস্টটি লেখার সময় একটি ফোল্ডার শেয়ার করেছিলাম। ৫মিনিটেই একটি ভাইরাস ঢোকার চেষ্টা করেছিল।:(
অবশ্য আমার কম্পিউটারের এন্টিভাইরাসটি ভাইরাসটিকে সাথে সাথেই ভক্ষন করে ফেলেছে।(y)
রক্তের গ্রুপ: B(-)