টপিকঃ কৌতুক
*** প্রতিশোধ ***
মিঃ হেস্টেন মৃত্যুশয্যায় স্ত্রীকে ডেকে বললেন, আমার মৃত্যুর একমাস পর তুমি মিঃ রোজারকে বিয়ে করবে।
মিসেস হেস্টেনঃ রোজারকে বিয়ে করবো? সে কী! আমি তো জানি সে তোমার পরম শত্রু।
মিঃ হেস্টেনঃ আমি তা জানি। কারণ আমি এত বছর ভূগেছি, এবার তাকে একটু ভূগতে দাও।
*** ভাগ্যবান স্বামী ***
১ম বান্ধবী : তোমার স্বামী কেমন আছেন?
২য় বান্ধবী : ও তার মতো ভাগ্যবান আর কেউ হয়না। কাল সে একটা ইন্সুরেন্স করেছিলো আর আজই সে রাস্তায় গাড়ী চাপা পড়ল।
-সংগ্রহ অনলাইন