টপিকঃ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর ২০০৮
একটা ব্যাপার খেয়াল করলাম, প্রজন্মে ক্রিকেট নিয়ে খুব একটা মাতামাতি নেই।:/
অথচ, আমাদের দলটা যেভাবে নাকানি চুবানি খাচ্ছে তাতে কিছু কথা এসেই যায়। কথাগুলো আমিই নাহয় শুরু করি:
ডারউইনের আবহাওয়া বাংগালিদের জন্য অনুকূল হলেও খেলাটা ভুলে যেতে সময় লাগেনি।বাঘের ছাপ গায়ে বা পোশাকে লাগালেই তো আর বাঘের গুনাগুন পাওয়া যায়না, ভেতরেও কিছু লাগে।এখানকার মিডিয়া তো পারলে ছাল তুলে বলতে চায়, "আগেই বলেছিলাম,এরা আসলে বিড়াল"।
দুঃখটা হলো দলের মনোবলের তেরোটা বাজিয়ে দিয়েও মনের সুখে বগল বাজাচ্ছে আমাদের বিশেষভাবে অজঞ =বিশেষঞ কোচ জেমি সিডন্স। মিডিয়াকে বলে বেড়াচ্ছে, মিচেল জনসনের বলের গতির ভয়েই নাকি আমাদের বাঘা ব্যাটসম্যানরা অস্থির,লড়াই করার মানসিকতা নাই, দলের জন্য মনোবিদ দরকার ইত্যাদি ইত্যাদি।
সত্যটা খুব সম্ভবতঃ হাবিবুল বাশারের আমলে দলে যে সাহসটা ছিলো সেটা আশরাফুলের নার্ভাস নেত্রিত্বে বিগত। জেমি সিডন্সের অযোগ্যতা বোঝার জন্য আর কত দিন দেরি করতে হবে, আল্লাহ ই জানেন। দেশের নেতাদের অযোগ্যতাই মানুষ এখনো বুঝতে পারলো না, ক্রিকেট তো মোটেই একটা খেলা। অসিদের কাছে বিড়াল সেজে (২১ মিলিয়ন ক্যাঙ্গারু বনাম ১৫০ মিলিয়ন বাঘের অসম লড়াই ) আর কত দিন.....:-@