টপিকঃ অটোক্যাডে জব খুঁজছি
আমি অটোক্যাডে জব খুজছি। আমার জন্য নয়। আমার কাজিনের জন্য। এত করে বললাম যে ফোরামে একটা পোস্ট করেন। কেউ সাহয্য করবেই।
আমার কাজিন আমার চেয়ে বড়। সে ইন্টারনেট জগতে নতুন। নতুন কিছু ক্লিক করার আগে আমার কাছে জিজ্ঞেস করে। বেচারা খুবই ঠান্ডা প্রকৃতির। তবে তার অটোক্যাডের দক্ষতা দেখে আমি চমকে যাই। সত্যিই সে অটোক্যাডে বেশ ভালো দক্ষ। আমার পরিচিত একটি প্রতিষ্ঠানে তাকে চাকুরীর সুযোগ করে দিয়েছিলাম। ওই প্রতিষ্ঠানটি এখন পথে বসেছে। ডিরেক্টরদের মধ্যে দন্দ্বে প্রতিষ্ঠানটি বন্ধ হবার জোগাড়।
যাই হোক, আমার কাজিন দেড় বছর ওই প্রতিষ্ঠানে অটোক্যাডে কাজ করে। দুই/আড়াই বছর হলো সে অটোক্যাডে কাজ করে। ভালই কাজ করে দেখলাম। Interior, exterior সবই পারে। ৩ডি মডেলিংও টুকটাক করে।
আমার এই ঠান্ডা কাজিনের জন্য কেউ একটা জবের ব্যবস্থা করে দিতে পারেন?
Thanks in advanced.