টপিকঃ ঝলসে উঠল আরেকবার, বাংলার টাইগাররা
:clap::clap::clap: আগে একটু তালিয়া বাজায়া লই, .....................(আমুন আমরা পজিটিভ ভাবে দেখি, হোকনা তারা প্রায়ই নেগেটিভ ভারে খেলে)
ক্রিকেট বিশ্বের ১নং দলের বিরুদ্ধে ৯নং দল, যদিও স্বপ্ন দেখাইতে পয়সা লাগেনা, তাই আমাদের মিডিয়া কার্ডিফের স্বপ্ন দেখিয়েছিল.........তাই অসীম আগ্রহে সুকৌশলে অফিস ফাকি দিয়ে বাংলাদেশের ব্যটিং দেখতে বসে গেছি। অল্পইতো টার্গেট ২৫৫(৩৫০-৪০০ য়ে করেনাই আর তাতে আরো ৮টা উইকেট নাই,বোলাররা তো ভালই করছে)।
এবার ব্যাটস্ম্যানদের পালা, কতটা দৃঢ়তার/আস্থার সাথে, তারা আমাদের আশায় জল ঢালতে পারে। তবে শেষ মেস তারা যা করলো কম কিসে, অস্ট্রেলিয়ান বেলিংকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ছয় ছয়টা চার মেরে দিল:-O:-O,
আবার.....এই ভয়ংকরতম বোলিং এর সামনে তারা ২৭ওভারের ও বেশি বুকচিতিয়ে খেলল......তিনজন ব্যাটস্ম্যান আবার করল ডাবল ডিজিটে রান, আর সর্বমোট ৭৪.............(মাত্র ১৮১বাকী)
আসুন তাদের এই কৃতিত্বের জন্য আরো একবার তালিয়া........:clap::clap::clap::clap::clap::clap: