Re: পোর্টেবল সফটওয়্যার
লিংকটির জন্য ধন্যবাদ। চমৎকার জিনিস।
আর পোর্টেবল এর সংজ্ঞা ওখানেই পেলাম।
Portable software runs on your USB key drive or your iPod, or a memory stick, or any type of external drive you plug into a USB port. You don't have to install anything on the computer's hard drive. It's like carrying your office around with you. Or... carrying your home to the office.
অথ্যাৎ এগুলো এমন সফটওয়্যার যা ইনস্টল করার প্রয়োজন নেই। পেন ড্রাইভ, বা মেমরি স্টিক অথবা অন্যান্য এক্সাটার্নাল ড্রাইভে একটি রাখা যায় এবং প্রয়োজনের সময় কম্পিউটারে যুক্ত করেই তা সরাসরি ব্যবহার করা যায়। সেজন্য ইনস্টলের প্রয়োজন নেই।
জটিল না:cool:?
Re: পোর্টেবল সফটওয়্যার
আমি প্রায় দেড় বছর ধরে Adobe Photoshop 6.0 ব্যবহার করে আসছি যা ইন্সটল করা লাগে না। পেন ড্রাইভ বা সিডি থেকেও রান করে। আমি জানি না এটি পোর্টেবল সফ্টওয়ার না ক্রাক করা। কিছুদিন আগে জুয়েল ওসমান ভাইয়ের ব্লগ থেকে প্রথম পোর্টেবল সফ্টওয়ার সম্পর্কে জানতে পারলাম। সত্যিই জটিল। সবথেকে জটিল জিনিস হলো পোর্টেবল এন্টি ভাইরাস।
পোর্টেবল সফ্টওয়ারের লিংকের জন্য মাঞ্চুমাহারাকে ধন্যবাদ।
রক্তের গ্রুপ: B(-)
Re: পোর্টেবল সফটওয়্যার
ব্যাপারটা ইন্টেরেস্টিং মনে হচ্ছে..... .... লিংকটা তো থাকলই.... দেখব সময় করে।
Re: পোর্টেবল সফটওয়্যার
আমি অবশ্য পোর্টেবল gaim(free and open source messenger) এবং firefox(free and open source internet browser ) ব্যাবহার করেছি।
হয়তো আপনি এমন কোন সিস্টেম ব্যবহার করার সুযোগ পেয়েছেন যেখানে আপনাকে শুধু guet account এ লগইন করতে দেওয়া হয় বা আপনার একসেস গেস্ট হিসাবে তখন আপনাকে নতুন কোন সফটওয়্যার ইনস্টল করার সুযোগ সিস্টেম(অপারেটিং সিস্টেম) দেবে না।এসব ক্ষেত্রে পোর্টেবল সফটওয়্যার ভালো কাজে দিতে পারে।আর এই গুলোই সবই ফ্রি।
Re: পোর্টেবল সফটওয়্যার
Re: পোর্টেবল সফটওয়্যার
আচ্ছা..... পোর্টেবল সফটওয়্যারগুলো কি যে-কোনো প্ল্যাটফর্মে চলবে? যেমন ধরেন, মোজিলা ফায়ারফক্স --- এটা কি আমার উইন্ডোজ আর লিনাক্স দুই মেশিনেই কাজ করবে?
কিংবা, এমন কি আছে যে, আমার বুকমার্কগুলো সবসময় একই রকম দেখাবে সব জায়গাতে? অবশ্য বুকমার্ক এক্সপোর্ট করলে সেটা html একটা ফাইল দেয়... আপাতত এটা দিয়ে কাজ চালাচ্ছি... আর পেইজফ্লেক্সে রাখছি।
Re: পোর্টেবল সফটওয়্যার
জটিল জিনিস মাঞ্চু...অনেক অনেক ধন্যবাদ।
পরেশ কেও ধন্যবাদ কার্যকর একটা লিংক দেয়ার জন্য।
Re: পোর্টেবল সফটওয়্যার
আমি "ভিসতা বিজনেস" ব্যবহার করছি- পোর্টেবল সফ্টওয়্যার গুলো কি ব্যবহার করতে পারবো?
Re: পোর্টেবল সফটওয়্যার
Re: পোর্টেবল সফটওয়্যার
ধন্যবাদ।
Re: পোর্টেবল সফটওয়্যার
রক্তের গ্রুপ: B(-)