কম মেমরী খেকো লিনাক্স ডিসট্রো নিয়ে খুবই চিন্তিত ছিলাম।আমার ল্যাবে অতি পুরানো একটা গাম্বু ল্যাপটপ আছে- যেটা এখন ফেলে দেয়ার লিস্টে আছে। ইউন্ডোজ ৯৮এ চলে। সেলেরন ৪৫০মে.হা. প্রসেসর; ৬ গিগা হার্ডডিস্ক, ৬৪ মে.বা. RAM। ফ্লপি ড্রাইভ আছে, সিডি ড্রাইভ আছে, একটা USB পোর্ট আছে।(গেটওয়ে সলো ২১৫০) আগেরটা OS টাতে সমস্যা হল USB পোর্ট সাপোর্ট করে না.... তাহলে আর কাজ কি, কারণ দরকারের সময় ওটাতে কিছু কম্পোজ করে যে পরে অন্য কোথাও নিয়ে আসব তার উপায় নাই। অবশ্য ফ্লপি দিয়ে আনা যায়, কিন্তু ল্যাবের অন্যান্য কম্পিউটারেতো এখন আর ফ্লপি ড্রাইভ নাই!! আর, ফাইল সাইজেরও তো লিমিট থাকে।
ইতিপূর্বে আমার প্রফেসর, একই রকম দুটো ল্যাপটপ যশোরের প্রজেক্ট অফিসকে দান করেছিলেন .... দানশীল বাহবা হয়ত দেয়া যায়(??!!)। ওগুলোতেও একই ব্যাপার। ME উইন্ডোজ লাগালে USB ঠিকাছে কিন্তু মেশিন চালিয়ে ঘুমাইতে হয় -- মহা বিরক্তিকর।
যা হোক কাহিনী আর লম্বা করব না। ল্যাবেরটাতে উইন্ডোজ উড়িয়ে দিলাম.... আর ভেক্টর ৫.১ দিতে চেষ্টা করলাম... কিন্তু প্রতিবারই মাঝপথে গিয়ে বিগড়ায় যাচ্ছে.... ইনস্টল আর হচ্ছে না। পরে ড্যাম স্মল লিনাক্স ট্রাই দিলাম, বুট করল কিন্তু হার্ড ডিস্কে নিতে ঝামেলা করে। শেষে উবুন্টু লাইট ১.১ দিলাম কিছুটা ইনস্টল হল.. তারপর আগের কাহিনী -- তাছাড়া উবুন্টু লাইট এখন অবসোলিট... ওদের ওয়েবসাইটও বন্ধ।
খুঁজতে খুঁজতে xubuntu পেলাম। কয়েকবারের প্রচেষ্টায় ওটা ইনস্টল হয়েছে
... এখন দেখতে হবে USB হট প্লাগ হয় কি না। আপাতত ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ইনস্টল হচ্ছে.... এ্যাত স্লো যে বিরক্ত লাগছে................................