টপিকঃ লিনাক্স ইনস্টল

আমি আমার কম্পিউটারে লিনাক্স ইনস্টল করতে গিয়ে বেশ বিপাকে পড়েছি। তিন তিন সিডির সেট পরিবর্তন করেছি এটা ভেবে যে সিডিতে সমস্যা আছে। কিন্তু যেই কপাল সেই মাথা। সব ঠিক ঠাক মত শেষ হয়। শেষে রিবুট করার পর দেখি কার্নেল প‌্যানিক।
এর আগেও অন্য পিসিতে আমি বেশ কয়েকবার লিনাক্স ইনস্টল ও ব্যবহার করেছি। কিন্তু এ পিসিতে কেন যে এ সমস্যা হচ্ছে বুঝতে পারছি না।
কেউ কি জানাবেন কি কারণে এটি হচ্ছে আর সমাধানটাই বা কি?

অগ্রিম ধন্যবাদ।

Re: লিনাক্স ইনস্টল

কোন ডিসট্রো?

পি.সি.র স্পেসিফিকেশন ঠিক আছে তো? (RAM)

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: লিনাক্স ইনস্টল

Re: লিনাক্স ইনস্টল

ইন্সটল করার আগে আপনি লিনাক্স এর লাইভ সিডি চালিয়ে পরীক্ষা করে নিতে পারেন আপনার পিসি লিনাক্স কম্প‌্যাটেবল কিনা

Re: লিনাক্স ইনস্টল

ডিস্ক ঠিক আছে। কারণ আর RAM ২৫৬। অবশ্য শেয়ারড আছে ৩২। কিন্তু সে কারণে তো সমস্যা হওয়ার কথা নয়। হয়তো স্লো চলবে। ঠিক আছে বিডিলাগ এ পোস্ট করব।

সকলকে ধন্যবাদ।

Re: লিনাক্স ইনস্টল

Re: লিনাক্স ইনস্টল

তথ্যটার জন্য ধন্যবাদ দিয়ে আপনাকে খাটো করব না। আমার পুরানো পি.সি.টার জন্য (64মেগা RAM) একটা উপযুক্ত ডিসট্রো খুজছি বহুদিন। স্ল্যাক্স ৫.১.৮, পাপ্পি, উবুন্টু লাইট ১.১ সিডি রাইট করে রেখেছি.... ভেক্টর সোহো তো ফ্রী-তাই না? আজকেই ওটা নামাচ্ছি!!

বাসায় উবুন্টু ৬.১০ চালাই, গতকাল কুবুন্টুটাও নামিয়ে রাখলাম..... লগইন থেকে সেশন পরিবর্তন করলেই হয় smile

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: লিনাক্স ইনস্টল

Re: লিনাক্স ইনস্টল

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: লিনাক্স ইনস্টল

১১

Re: লিনাক্স ইনস্টল

ধন্যবাদ..... আমি এখন জাপানে। ইন্টারনেট স্পীড খুব ভাল। তাই দেশে ফেরার আগেই যত পারি উপকারী জিনিস (অবশ্যই কপিরাইট মেনে) সংগ্রহ করে রাখছি। সোহো আর নরমাল দুটোই নামিয়ে রাখব।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: লিনাক্স ইনস্টল

একটু পরেই আমার নতুন কম্পিউটারে লিনাক্স ইনস্টল শুরু করব। মহা সমস্যা, আমি সাটা হার্ডডিস্ক কিনে লিনাক্স ইনস্টল দিতে গেলে বলল আমার কোন হার্ডডিস্ক নেই। sad । অথচ উইন্ডোজ ঠিকই চালাচ্ছি। তাই বাধ্য হয়ে স্লো পাটা (আইডিই) হার্ডডিস্ক নিয়ে এলাম।

আমি অনিকের ইডিজিই মোডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু লিনাক্সে এটি ইনস্টল করব কিভাবে?

শামীম ভাই, আপনি কবে আসবেন? আসার আগে বলে আসবেন

১৩

Re: লিনাক্স ইনস্টল

১৪

Re: লিনাক্স ইনস্টল

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: লিনাক্স ইনস্টল

ধন্যবাদ। কিন্তু রাজশাহীতে বসেতো বাংলা উবুন্টু পাচ্ছি না:(

১৬

Re: লিনাক্স ইনস্টল

১৭

Re: লিনাক্স ইনস্টল

১৮

Re: লিনাক্স ইনস্টল

কম মেমরী খেকো লিনাক্স ডিসট্রো নিয়ে খুবই চিন্তিত ছিলাম।আমার ল্যাবে অতি পুরানো একটা গাম্বু ল্যাপটপ আছে- যেটা এখন ফেলে দেয়ার লিস্টে আছে। ইউন্ডোজ ৯৮এ চলে। সেলেরন ৪৫০মে.হা. প্রসেসর; ৬ গিগা হার্ডডিস্ক, ৬৪ মে.বা. RAM। ফ্লপি ড্রাইভ আছে, সিডি ড্রাইভ আছে, একটা USB পোর্ট আছে।(গেটওয়ে সলো ২১৫০) আগেরটা OS টাতে সমস্যা হল USB পোর্ট সাপোর্ট করে না.... তাহলে আর কাজ কি, কারণ দরকারের সময় ওটাতে কিছু কম্পোজ করে যে পরে অন্য কোথাও নিয়ে আসব তার উপায় নাই। অবশ্য ফ্লপি দিয়ে আনা যায়, কিন্তু ল্যাবের অন্যান্য কম্পিউটারেতো এখন আর ফ্লপি ড্রাইভ নাই!! আর, ফাইল সাইজেরও তো লিমিট থাকে।

ইতিপূর্বে আমার প্রফেসর, একই রকম দুটো ল্যাপটপ যশোরের প্রজেক্ট অফিসকে দান করেছিলেন .... দানশীল বাহবা হয়ত দেয়া যায়(??!!)। ওগুলোতেও একই ব্যাপার। ME উইন্ডোজ লাগালে USB ঠিকাছে কিন্তু মেশিন চালিয়ে ঘুমাইতে হয় -- মহা বিরক্তিকর।

যা হোক কাহিনী আর লম্বা করব না। ল্যাবেরটাতে উইন্ডোজ উড়িয়ে দিলাম.... আর ভেক্টর ৫.১ দিতে চেষ্টা করলাম... কিন্তু প্রতিবারই মাঝপথে গিয়ে বিগড়ায় যাচ্ছে.... ইনস্টল আর হচ্ছে না। পরে ড্যাম স্মল লিনাক্স ট্রাই দিলাম, বুট করল কিন্তু হার্ড ডিস্কে নিতে ঝামেলা করে। শেষে উবুন্টু লাইট ১.১ দিলাম কিছুটা ইনস্টল হল.. তারপর আগের কাহিনী -- তাছাড়া উবুন্টু লাইট এখন অবসোলিট... ওদের ওয়েবসাইটও বন্ধ।

খুঁজতে খুঁজতে xubuntu পেলাম। কয়েকবারের প্রচেষ্টায় ওটা ইনস্টল হয়েছে smile ... এখন দেখতে হবে USB হট প্লাগ হয় কি না। আপাতত ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ইনস্টল হচ্ছে.... এ্যাত স্লো যে বিরক্ত লাগছে................................

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৯

Re: লিনাক্স ইনস্টল

উবুন্টুর যে কোন ফ্লেভারই আমার কাছে বেশি পছন্দনীয় কারণ দুটো --- এই ডিস্ট্রো ব্যবহার করছি বাসায় প্রায় ৫ মাস। আর এতে বাংলা সাপোর্ট সবচেয়ে ভাল --- এটা বলার কারণ, বাংলা অপারেটিং সিস্টেম অঙ্কুরের শ্রাবণি কিন্তু উবুন্টু ৬.০৪ ভার্সানকে লোকালাইজেশন করে বানানো হয়েছে।

দেখা যাক, ৬৪মে.বা. RAM দিয়ে কেমন চলে গাম্বু ল্যাপটপ! সবমিলিয়ে এ পর্যন্ত প্রায় ২৪ ঘন্টা ব্যয় করেছি... এটাকে মানুষ করার জন্য! USB পোর্ট কাজ করছে... big_smilebig_smile

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২০

Re: লিনাক্স ইনস্টল