টপিকঃ উল্টো টপিক ভিউ
:: এটি পরীক্ষামূলক সুবিধা::
আমরা এতদিন যেভাবে ফোরাম দেখে এসেছি তা হল টপিকে সবার প্রথম পোস্টটিই সবার আগে দেখায়। আর সর্বশেষ পোস্টটি সবার শেষে! এটার সমস্যা হল অনেক সময় একটি নতুন পোস্ট পড়ার জন্য একাধিক পৃষ্ঠা ব্রাউজ করা লাগত। এতে অবশ্য ফোরামের পেজ হিট বাড়ত;q!
যাহোক, আজকে একটি পরীক্ষামূলক সুবিধা দেয়া হল যার মাধ্যমে রিভার্স অর্ডারে টপিকের পোস্ট দেখা যাবে। আপনাদের প্রোফাইলের 'প্রদর্শণ' সেকশন থেকে অধ:ক্রম টপিক (টপিকের সর্বশেষ পোস্ট আগে দেখাও) টিক চিহ্ন দিলে টপিক ভিউতে সবার শেষের পোস্টগুলো সবার আগের দিকে আসবে।
ধন্যবাদ।
what to do?